ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর সঙ্গে এরশাদসহ জাপার পাঁচ নেতার বৈঠক

প্রকাশিত: ০৭:৫৬, ১০ সেপ্টেম্বর ২০১৮

 প্রধানমন্ত্রীর সঙ্গে এরশাদসহ জাপার পাঁচ নেতার বৈঠক

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদসহ দলটির পাঁচ নেতা। রবিবার সন্ধ্যা ছয়টার পর সংসদ অধিবেশন শেষে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় দেড় ঘণ্টা এ বৈঠকে এইচএম এরশাদের সঙ্গে ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ ও জিয়াউদ্দিন আহমেদ বাবলু। বৈঠক সূত্র জানায়, বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় নির্বাচন, নির্বাচনে জাপার অবস্থান ও জোট-মহাজোট নিয়ে দীর্ঘ আলোচনা হয়। কথা প্রসঙ্গে বিকল্পধারা সভাপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে জোট গঠন এবং এতে বিএনপি জোটের সম্ভাব্য যুক্ত হওয়ার বিষয়ও আলোচনায় আসে। আগামী ৬ অক্টোবর ঢাকায় জাপার মহাসমাবেশ নিয়েও কথা বলেন এইচএম এরশাদ। এসময় প্রধানমন্ত্রীকে এরশাদ বলেন, ‘আমি তো বলেছি ওই মহাসমাবেশ থেকে আমাদের নির্বাচনী কৌশল ঘোষণা করব’। এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘সেটা তো আপনার দলীয় ব্যাপার।’ এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘তবে নির্বাচন যথাসময়েই হবে।’ জাপার এক নেতা জানান, বৈঠকে সম্ভাব্য নির্বাচনকালীন সরকার নিয়েও কথা ওঠে। এসময় তার দলের কয়েক নেতার নাম উল্লেখ করে তাদের ওই মন্ত্রিসভায় রাখার অনুরোধ জানান। তবে প্রধানমন্ত্রী এ ব্যাপারে কোন মন্তব্য করেননি। এছাড়া আগামী নির্বাচনে আসন নিয়েও কথা তোলেন জাপা নেতারা।
×