ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ক্লিঙ্কার বোঝাই জাহাজ ডুবি

প্রকাশিত: ০৬:৪৮, ১০ সেপ্টেম্বর ২০১৮

ক্লিঙ্কার বোঝাই জাহাজ ডুবি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বঙ্গোপসাগরের দুটি লাইটার জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দেড় হাজার টন সিমেন্ট ক্লিঙ্কারসহ নিমজ্জিত হয়েছে একটি জাহাজ। রবিবার সকালে নোয়াখালীর ঠ্যাঙ্গারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, নিমজ্জিত জাহাজটির নাম এস. কে পারভীন। এটি চট্টগ্রাম থেকে সিমেন্ট ক্লিঙ্কার নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশে যাচ্ছিল। রবিবার সকালে ভাসানচর ১ নম্বর বয়া থেকে কিছু দূরে নোয়াখালীর ঠ্যাঙ্গারচর এলাকার বসুন্ধরা-২৭ নামের অপর একটি লাইটারের সঙ্গে এর সংঘর্ষ হয়। এতে করে তলা ফেটে পানি ঢুকে লাইটারটির বেশিরভাগই নিমজ্জিত হয়। দুর্ঘটনা কবলিত সিমেন্ট ক্লিঙ্কারবোঝাই জাহাজটির ১৩ নাবিকের সকলকেই উদ্ধার করা সম্ভব হয়েছে।
×