ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দরিদ্র চিহ্নিত

আরও এক কোটি ১৪ লাখ পরিবারের তথ্য নেবে সরকার

প্রকাশিত: ০৬:৪৬, ১০ সেপ্টেম্বর ২০১৮

 আরও এক কোটি ১৪ লাখ পরিবারের তথ্য নেবে সরকার

স্টাফ রিপোর্টার ॥ সঠিক পরিকল্পনা ও দরিদ্র পরিবার চিহ্নিত করতে আরও এক কোটি ১৪ লাখ পরিবারের তথ্য নেবে সরকার। ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেজ (এনএইচডি) প্রকল্পের আওতায় এ তথ্য সংগ্রহ করা হবে। ফলে দেশে মোট খানার (একত্রিতভাবে বসবাসরত গোষ্ঠী বা পরিবার) সংখ্যা হবে ৩ কোটি ৬০ লাখ। রবিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে (বিবিএস) এনএইচডি প্রকল্পের আওতায় তৃতীয় ফেজের কাজের উদ্বোধন করা হয়। চলতি মাসের ২৭ তারিখে মাঠ পর্যায়ে তথ্য নেয়া শুরু হবে। ২০ দিন ধরে ৫৯ হাজার গণনাকারী তথ্য সংগ্রহ করবেন। এ সময় উপস্থিত ছিলেন বিবিএস মহাপরিচালক ড. কৃষ্ণা গায়েন, অতিরিক্ত সচিব (উন্নয়ন) বিকাশ কিশোর দাস, অতিরিক্ত সচিব (তথ্য ব্যবস্থাপনা) মাহমুদা আকতার। প্রকল্পের পরিচালক ও বিবিএসের অতিরিক্ত সচিব সাইফুল আলম বলেন, তৃতীয় ধাপে আরও এক কোটি ১৪ লাখ পরিবারের সব ধরনের তথ্য সংগ্রহ করব। এর মাধ্যমে দেশের দরিদ্র পরিবারকে চিহ্নিত করা সহজ হবে। এলাকাভিত্তিক উন্নয়ন প্রকল্প নিয়ে সরকার দ্রুত সময়ে দারিদ্র্য নিরসন করতে পারব। (এনএইচডি) প্রকল্পে দেশের দারিদ্র্যপীড়িত পরিবারভিত্তিক দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের চিহ্নিত করা হবে। ফলে প্রকৃত দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের দারিদ্র্য দূর করা সরকারের জন্য সহজ হবে। এনএইচডি প্রকল্পটি বাস্তবায়ন হলে সম্ভব হবে অতিদরিদ্র জনগোষ্ঠীর জন্য বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচী প্রকল্পের উপকারভোগী নির্বাচনে দ্বৈততা রোধ করা। খানার আর্থ-সামাজিক পর্যায় থেকে সামাজিক অবস্থা চিহ্নিত করা হবে। মাঠ পর্যায় থেকে সংগৃহীত তথ্যের মাধ্যমে আধুনিক পরিসংখ্যান পদ্ধতি ব্যবহার করে প্রতিটি খানার আর্থ-সামাজিক অবস্থা নির্দেশক একটি স্কোর দেয়া হবে। রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের ২২ জেলায় তথ্য সংগ্রহ করা হবে। মোট জোনাল অফিসার ২২শ, সুপারভাইজার সাড়ে ১১ হাজার এবং উপজেলা সমন্বয়কারী ১৬৭ জন নিয়োগ দেয়া হবে আউট সোর্সিংয়ের মাধ্যমে। প্রথম ধাপে ২০১৭ সালের ৪ থেকে ২৩ এপ্রিল বরিশাল ও রংপুর বিভাগের সব জেলায় ৮৫ লাখ খানার তথ্য সংগ্রহ করা হয়। দ্বিতীয় ধাপে ২০১৮ সালের ১৪ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সকল জেলায় ১ কোটি ৬০ লাখ খানার তথ্য সংগ্রহ করা হয়। তৃতীয় ধাপ মিলিয়ে মোট ৩ কোটি ৬০ লাখ তথ্য সংগ্রহ করা হবে। তৃতীয় ধাপই শেষ ধাপ বলে জানায় বিবিএস। সরকার চাচ্ছে দেশের সব খানা (পরিবার) ও খানার সদস্যদের তথ্য-উপাত্ত সংগ্রহের মাধ্যমে সব জনগোষ্ঠীর আর্থ-সামাজিক তথ্য সংবলিত একটি জাতীয় ডাটাবেজ তৈরি করতে। এই ডাটাবেজের মাধ্যমেই খানার আর্থ-সামাজিক অবস্থার নির্দেশক স্কোরসহ সব খানার জন্য ডাটাবেজ থাকবে।
×