ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে দু’দল ডাকাতের গুলি বিনিময়ে নিহত ১

প্রকাশিত: ০৬:৪৪, ১০ সেপ্টেম্বর ২০১৮

  নারায়ণগঞ্জে দু’দল ডাকাতের গুলি বিনিময়ে  নিহত ১

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ আড়াইহাজারে দু’দল ডাকাতের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে জাকারিয়া ওরফে জাকির (৩৫) নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছে। ডাকাতির মালামাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জের ধরে বন্দুকযুদ্ধে ডাকাত সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। সে ঢাকার দক্ষিণখানধীন গোয়ালটেক এলাকার নুরু মিয়ার ছেলে। খবর পেয়ে সকালে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় পিস্তল, এক রাউন্ড গুলি ও গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে উপজেলার মর্দাসাদী এলাকায়। আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হক জানান, ভোরে উপজেলার মর্দাসাদি এলাকায় লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের পাশে অস্ত্র পড়ে থাকায় ধারণা করা হচ্ছে, রাতে কোন এক সময় ডাকাতির মালামাল ভাগাভাগি নিয়ে দ্বন্ধের জেরেই তাকে গুলি করে হত্যা করেছে ডাকাতরা। তার শরীরের কয়েকটি স্থানে গুলির চিহ্ন পাওয়া গেছে। তিনি জানান, জাকির ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তার বিরুদ্ধে ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন থানায় কয়েকটি ডাকাতির মামলা রয়েছে।
×