ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্নের জের

মধ্য আমেরিকার তিন দেশ থেকে রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৬:৩৭, ১০ সেপ্টেম্বর ২০১৮

  মধ্য আমেরিকার তিন দেশ থেকে রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

দক্ষিণ আমেরিকার ৩টি দেশ থেকে যুক্তরাষ্ট্র শুক্রবার এর রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়েছে। দেশগুলো সম্প্রতি তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করায় যুক্তরাষ্ট্র তাদের ডেকে পাঠাল। খবর এএফপির। বেজিং পশ্চিম গোলার্ধে মধ্য আমেরিকার দেশগুলোতে সম্পর্ক অস্থিতিশীল করে তুলছে এবং তাইওয়ানের সহযোগী দেশগুলোতে অন্যায় তৎপরতার মাধ্যমে রাজনৈতিক হস্তক্ষেপ চালাচ্ছে বলে ওয়াশিংটন অভিযোগ আনার পর এ সিদ্ধান্ত নেয়া হলো। তিনটি দেশই তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করেছে। মার্কিন পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্র দফতর ডোমিনিকান রিপাবলিকের রাষ্ট্রদূত রবিন বার্নস্টেইন, এল সালভাদরে রাষ্ট্রদূত জিন মেইনস ও পানামায় চার্জ দ্য এফেয়ার্স রক্সয়ানে ক্যাব্রালকে ফিরে যেতে বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান দেশগুলোতে যুক্তরাষ্ট্র জোরালো ও স্বাধীন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে এবং অর্থনীতিতে কীভাবে সহযোগিতা দিতে পারে এ সকল বিষয় আলোচনার জন্য মার্কিন সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন আমাদের দূতাবাস মিশনের এ তিন প্রধান। তাইওয়ান ও চীন উন্নয়নশীল দেশগুলোতে কঠোর কূটনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত রয়েছে অনেক বছর ধরে। বেজিং স্বশাসিত, গণতান্ত্রিক তাইওয়ানকে বিবেচনা করে তাদের ভূখ-ের একটি অংশ হিসেবে এবং এক সময় এটি ফিরিয়ে আনা হবে।
×