ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দুবাই গেল ‘চোটাক্রান্ত’ বাংলাদেশ দল

প্রকাশিত: ০৫:৪৬, ১০ সেপ্টেম্বর ২০১৮

  দুবাই গেল ‘চোটাক্রান্ত’ বাংলাদেশ দল

স্পোর্টস রিপোর্টার ॥ এক এক করে তিন ক্রিকেটার ইনজুরিতে। চোট সামাল দিচ্ছেন। একজন বিশ্বসেরা বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। আরেকজন ওপেনার তামিম ইকবাল। তৃতীয়জন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ দল যেন ‘চোটাক্রান্ত’ হয়ে পড়েছে। তিনজনের চোটই আঙ্গুলে। আর এই ‘চোটাক্রান্ত’ ক্রিকেটারদের নিয়েই রবিবার সন্ধ্যায় এশিয়া কাপ খেলতে দুবাই গেল বাংলাদেশ দল। যদিও তামিম ভিসা জটিলতায় দলের সঙ্গে যেতে পারেননি। শান্ত দলের সঙ্গেই গেছেন। সাকিব যুক্তরাষ্ট্র থেকে দলের সঙ্গে দুবাইয়ে যোগ দেবেন। ছোটখাটো চোট, ব্যথা, ইনজুরি থাকেই খেলোয়াড়দের। টানা খেলার মধ্যে থাকলে সেই সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। এ নিয়েই কখনও খেলেন খেলোয়াড়রা। কিন্তু এ জন্য নিজের আত্মবিশ্বাসকে পুঁজি করেই খেলতে হয়। সাকিব যেমন আত্মবিশ্বাসের সঙ্গে আঙ্গুলের চোট নিয়েও ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলেছেন। অনেক ভালও করেছেন। এশিয়া কাপেও খেলবেন। শান্ত দেশে অনুশীলনের সময় যে ব্যথা পেয়েছেন তা ১৫ সেপ্টেম্বর এশিয়া কাপ শুরুর আগেই সেরে যাওয়ার সম্ভাবনা প্রবল। কিন্তু তামিমের ইনজুরির কী অবস্থা? তামিমও অনুশীলনের সময় ব্যথা পেয়েছেন। শুরুতে এতটা গুরুত্ব দেয়া হয়নি। কিন্তু সময় যেতে থাকে। ব্যথা বাড়তে থাকে। ফোলায় স্পষ্ট হয়। তাতে করে তামিমের খেলা নিয়েও সংশয় দেখা দেয়। আঙ্গুলে চিড় দেখা গেছে। এখন এমনই অবস্থা হয়েছে এশিয়া কাপ শুরুর দিন দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ, সেই ম্যাচে তামিমের খেলাই অনিশ্চয়তায় পড়ে গেছে। বিসিবি সূত্রমতে যতদূর জানা গেছে, তামিমও নাকি ভাবছেন। তিনিও নাকি শতভাগ আত্মবিশ্বাস পাচ্ছেন না। পাওয়ারও কথা নয়। চিড় ধরা পড়া মানেই তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। সময় এরচেয়ে বেশি লাগতে পারে। এর আগে ক্রিকেটারদের চিড় ধরা পড়ায় এমন সময় বা তারচেয়ে বেশি সময় লেগেছিল মাঠে ফিরতে। তিন সপ্তাহও যদি তামিমের লাগে সেক্ষেত্রে শ্রীলঙ্কার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচতো খেলতে পারবেনই না তামিম, ২০ সেপ্টেম্বর যে আফগানিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচ রয়েছে; সেটিতেও খেলা অনিশ্চিত! বাংলাদেশ দল ভালই বিপাকে পড়ে গেছে। তামিমের চোটে খেলা নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু আগেই বলেছিলেন, ‘তামিমের হাতে একটু চোট রয়েছে। প্রথম ম্যাচের আগেই তা সেরে যেতে পারে। আবার নাও পারে।’ নান্নুর শঙ্কা শেষ পর্যন্ত ধরা দিতে পারে। তামিমকে প্রথম ম্যাচে নাও দেখা যেতে পারে। এ নিয়ে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘আশা করছি খেলা শুরুর আগে তামিম সুস্থ হয়ে উঠবে। তবে খেললে নিজের আত্মবিশ্বাস নিয়েই খেলতে হবে।’ সাকিব, শান্তর ব্যাপারে দেবাশীষ বলেন, ‘সাকিবতো এমন অবস্থাতে ওয়েস্ট ইন্ডিজ সফরেও খেলেছে। এশিয়া কাপেও খেলতে পারবে। শান্তর অবস্থা ভালই। তিন-চারদিনের মধ্যেই শান্ত ঠিক হয়ে যাবে আশাকরি। আর সবাইতো দলের সঙ্গেই থাকছে।’ সাকিব, শান্তকে নিয়ে আসলে কারোরই তেমন চিন্তা নেই। ওয়েস্ট ইন্ডিজ সফরে এমন অবস্থাতেই খেলেছেন সাকিব। শান্তর চোটও খুব বড় কিছু নয়। কিন্তু তামিমের চোট নিয়েই আছে চিন্তা। ব্যাটিংয়ে ইনিংসের শুরুটা যে তাকে দিয়েই হয়। ফর্মেও আছেন তামিম। দলও ফাইনালে ওঠা এবং চ্যাম্পিয়ন হওয়ার আশা নিয়ে এশিয়া কাপ খেলতে গেছে। এমন অবস্থায় তামিম যদি না থাকেন তাহলে দল স্বাভাবিকভাবেই দুর্বল হয়ে পড়বে। তামিমের না থাকার সম্ভাবনাও আছে। এবার এশিয়া কাপের ১৪তম আসর হবে। ১২তম আসরেও তামিম ইনজুরির জন্য খেলতে পারেননি। সেই সময় মাশরাফি বিন মর্তুজাও ইনজুরিতে খেলতে পারেননি। মুশফিকুর রহীম ইনজুরির কবলে ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত খেলেছেন। এমন ইনজুরির ধকল সামাল দিতে না পেরে নিজ দেশে হওয়া এশিয়া কাপে আফগানিস্তানের মতো দলের কাছেও হেরেছে বাংলাদেশ। এমনকি চার ম্যাচের চারটিতেই হেরেছে বাংলাদেশ। এবারও ইনজুরিময় বাংলাদেশ দল এশিয়া কাপ খেলবে। এবার খেলবে দুবাইয়ে। শ্রীলঙ্কা ও আফগানিস্তান শুরুতেই প্রতিপক্ষ। ‘চোটাক্রান্ত’ বাংলাদেশ দল রবিবার দুবাইয়ে গেছে। আজ থেকেই অনুশীলনে নেমে পড়ার কথা। চারদিন অনুশীলন করেই এশিয়া কাপের কঠিন পরীক্ষায় নেমে পড়বে বাংলাদেশ দল। দেখা যাক, দল এবার কী করে?
×