ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফুটবল অনুশীলনে বিরতি নিয়ে ফ্রান্সে বোল্ট

প্রকাশিত: ০৫:৪৪, ১০ সেপ্টেম্বর ২০১৮

 ফুটবল অনুশীলনে বিরতি নিয়ে ফ্রান্সে বোল্ট

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্রিন্ট কিংবদন্তি উসাইন বোল্ট পেশাদার ফুটবলার হয়ে ওঠার পথে নানাবিধ বিপত্তির মধ্যে দিয়ে যাচ্ছেন। ট্র্যাক এ্যান্ড ফিল্ডে দারুণ প্রাণশক্তি ও স্ট্যামিনা থাকলেও ফুটবল মাঠের অনুশীলনে হাঁফিয়ে ওঠেন খুব দ্রুতই। তবে প্রায় একমাস অনুশীলন করেছেন অস্ট্রেলিয়ার সিডনির ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে। এমনকি একটি প্রাক-মৌসুম ম্যাচে খেলেছেনও ২০ মিনিট। যদিও ক্লাবের কোচ, ফিজিও সবাই জানিয়েছেন প্রতিযোগিতামূলক ম্যাচ (‘এ’ লীগ) খেলার জন্য অনেক কাঠখড় পোড়াতে হবে বোল্টকে। আপাতত অবশ্য এ ৮ বার অলিম্পিক স্বর্ণজয়ী ৩২ বছর বয়সী জ্যামাইকান অনুশীলন থেকে সাময়িক বিরতি নিয়েছেন। কারণ তিনি অস্ট্রেলিয়ার বাইরে গেছেন ছুটিতে। জানা গেছে, ফ্রান্সের এক ইভেন্টে অংশ নিতে এই ছুটি নিয়েছেন তিনি এবং ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি কাটাবেন। গত মাসে অস্ট্রেলিয়ার সিডনি থেকে ৭৫ কিলোমিটার উত্তরের মফস্বল শহর গসফোর্ডে এসে সবাইকে চমকে দেন। এখানকারই ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্স। তাদের সঙ্গেই পেশাদার ফুটবলার হয়ে ওঠার জন্য অনুশীলন করার সুযোগ পেয়েছেন তিনি। তবে স্প্রিন্ট আর ফুটবল যে ভিন্নতর বিষয় সেটা বেশ হাড়েহাড়েই বুঝতে পারছেন বোল্ট। বিশেষ করে অনুশীলনে নামার পর সতীর্থদের সঙ্গে তাল মেলাতে হিমশিম খেতে হয়েছে তাকে। দলের ফিজিও গত মাসে বলেছেন আরও অন্তত ৫/৬ মাস লাগবে বোল্টের প্রতিযোগিতামূলক ম্যাচে নামার মতো অবস্থানে পৌঁছুতে। এরপরও কিছুদিন আগে তিনি প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে সেন্ট্রাল কোস্ট সিলেক্ট একাদশের বিপক্ষে ২০ মিনিট খেলেছেন। গোলের সুযোগও কয়েকটি পেয়েছিলেন কিন্তু জাল খুঁজে পাননি। আগামী অক্টোবরে ‘এ’ লীগ মৌসুম শুরু হবে। শুরুতেই বোল্ট খেলছেন না এটা নিশ্চিত। তবে জানুয়ারিতে হয়তো তাকে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে দেখা যেতে পারে এবারের ‘এ’ লীগেই। কিন্তু আপাতত বিরতি নিয়েছেন তিনি অনুশীলন থেকে। এ বিষয়ে মেরিনার্স ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, ‘উসাইন বোল্ট রবিবার থেকে দেশের বাইরে থাকবেন। অনেক আগের পরিকল্পনা অনুসারেই তিনি চলে গেছেন এবং ১৬ সেপ্টেম্বর ফিরবেন। অনুশীলনের সময়সূচী জানানোর পরই বোল্ট এটি ক্লাবের সঙ্গে আগেভাগেই সমঝোতা করে নিয়েছিলেন যে ছুটিতে যাবেন। সেটাই করা হয়েছে।’ অবশ্য মেরিনার্স জানায়নি বোল্ট কোথায় গেছেন। তবে ডেইলি টেলিগ্রাফ তাদের প্রতিবেদনে দাবি করেছে যে বোল্ট ফ্রান্সে একটি ইভেন্টে অংশ নিতে যাচ্ছেন।
×