ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাথা ঠান্ডা রাখতে চান মালিক

প্রকাশিত: ০৫:৪৪, ১০ সেপ্টেম্বর ২০১৮

 মাথা ঠান্ডা রাখতে চান মালিক

শাকিল আহমেদ মিরাজ ॥ ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই অন্যরকম এক উন্মাদনা। ভক্ত-সমর্থক তো বটেই দু’দেশের খেলোয়ড়দের মাঝেও যা ছড়িয়ে দেয় বাড়তি উত্তাপ। দু’দিন আগে তারকা পেসার হাসান আলি যেমন বলেছেন, এশিয়া কাপে পারলে ভারতের সবকটি উইকেট একাই নিতে চাইবেন তিনি। তবে দলের অন্যতম সিনিয়র সদস্য শোয়েব মালিক সতীর্থদের মাথা ঠান্ডা রাখার পরামর্শ দিয়েছেন। অভিজ্ঞ এ অলরাউন্ডার বলেছেন, এটিকে আর দশটা ম্যাচের মতো বিবেচনা করে কেবল নিজেদের সেরাটা দিতে। এছাড়া ইংল্যান্ডে আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের পর অবসরের ইঙ্গিত দিয়েছেন ৩৬ উর্ধ বয়সী মালিক। সংবাদ মাধ্যমে কথা বলেছেন স্ত্রী সানিয়া মির্জা এবং অনাগত সন্তানের নাগরিকত্ব নিয়েও। এছাড়া কেবল বৈষয়িক আসরে নয়, আরও বেশি বেশি করে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনেরও আহ্বান জানিয়েছেন পাকিস্তান ক্রিকেটের যুগসন্ধিকালের সাক্ষী তুখোড় এ অলরাউন্ডার। ‘আমার কাছে এটি আর দশটা ম্যাচের মতোই। শুধু নিজে না সতীর্থদেরও ভারত ম্যাচকে সেভাবে দেখার পরামর্শ দিয়েছি। ওদের বলেছি চাপ নেয়ার কোন দরকার নেই। এটিকে অন্য ম্যাচের মতো মনে কর। বাড়তি চিন্তা করার কিছু নেই।’ বলেন মালিক। আরব আমিরাতে শনিবার বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে পর্দা উঠবে এশিয়া কাপের। ১৯ তারিখ বহুল আলোচিত ভারত-পাকিস্তান দ্বৈরথ। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর থেকে ওয়ানডে ফরমেটে দারুণ খেলছে সরফরাজ আহমেদের দল। মালিক আরও যোগ করেন, ‘ওয়ানডেতে আমাদের ব্যাটসম্যানরা দারুণ করছে। আশা করছি ওরা এই টুর্নামেন্টেও ভাল করবে। আমিরাতের কন্ডিশনও আমাদের অনুকূলে থাকবে। আবার ম্যাচ জিতে ক্ষণিকের মধ্যে ২-৩টা উইকেট তুলে নেয়ার মতো বোলার আছে। সুতরাং ওদের বলেছি, খামাখা মাথা না ঘামিয়ে নিজেদের খেলাটা খেলে যাও।’ দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে এমন অনেক ভারত-পাকিস্তান লড়াইয়ের প্রত্যক্ষ সাক্ষী মালিক অতীত অভিজ্ঞতা থেকেই মাথা ঠান্ডা রাখতে চাইছেন। বৈরী রাজনৈতিক পরিবেশের কারণে দীর্ঘদিন ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ। দু’দল এখন কেবল বিশ্বকাপ, এশিয়া কাপের মতো বৈষয়িক টুর্নামেন্টগুলোতে খেলছে। মালিক বলেন, ‘ভারত-পাকিস্তান যত বেশি বেশি ম্যাচ খেলবে, তত দু’দেশের ভক্ত-অনুরাগীরা উৎসাহিত হবেন।’ তিনি আরও যোগ করেন, ‘ভারত-পাকিস্তান দু’দেশের খেলোয়াড়রাই পেশাদার। একে অন্যের বিরুদ্ধে লড়াইয়ের সময় সবটুকু উজাড় করে দিতে চায়। কিন্তু মাঠের বাইরে সবাই ভাল বন্ধু। আমরা একসঙ্গে খাই, গল্প করি। অভিজ্ঞ মোহাম্মদ হাফিজের দল থেকে বাদ পড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রত্যেক ক্রিকেটারের জীবনে এমন সময় আসে। ও অভিজ্ঞ খেলোয়াড়। জানে কিভাবে ফিরে আসতে হবে। আমার বিশ্বাস সে ঘরোয়া ক্রিকেটে মনোযোগ দেবে।’ ক্রিকেটে ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই চরম উত্তেজনা। মাঠ, গ্যালারি ছাপিয়ে সেই উত্তেজনার পারদ আছড়ে পড়ে টিভি সেটের সামনে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণ দেখতে উদগ্রীব থাকেন বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমী। অফিস-আদালত, রাজপথ থেকে ফুটপাথ, প্রত্যন্ত অঞ্চলের অলিগলিতেও এ নিয়ে চলে তুমুল আলোচনা। চুলচেরা বিশ্লেষণে মাতেন বিশেষজ্ঞরা। তবে মালিক এটিকে আর দশটা ম্যাচের মতোই দেখতে চান। স্ত্রী সানিয়া মির্জার সূত্রে ভারত আবার তার শ্বশুরের দেশ। শোয়েবকে বিয়ে করার পর ভারতীয় মৌলবাদীদের রোষানলে পড়েছিলেন সানিয়া। কিন্তু কখনই তিনি সেটি পাত্তা দেননি। তাদের সন্তান কোন দেশের নাগরিক হবে? এমন প্রশ্নের বিস্ময়কর জবাব দিয়েছেন মালিক নিজেই, ‘আমাদের সন্তান হবে তৃতীয় কোন দেশের নাগরিক।’ মালিক আরও জানিয়েছেন, ‘সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে দল থেকে অনুমতি নিয়েছি। অক্টোবরে আমাদের প্রথম সন্তান পৃথিবীতে আসবে।’ ওদিকে ভারতীয় টেনিস কন্যা সানিয়া মির্জা জানান, তার পরিবারের পদবী হবে ’?মির্জা’?। তাই তার সন্তানের নামের শেষে সেই পদবীটা থাকবে।
×