ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৫০০ নারীকে পাচারের অভিযোগে ভারতে বাংলাদেশী গ্রেফতার

প্রকাশিত: ০৫:৩৫, ১০ সেপ্টেম্বর ২০১৮

 ৫০০ নারীকে পাচারের অভিযোগে ভারতে বাংলাদেশী  গ্রেফতার

জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশ থেকে মুম্বাইয়ে ৫০০ নারীকে পাচারের অভিযোগে এক বাংলাদেশীকে আটক করেছে ভারতের মহারাষ্ট্র পুলিশ। থানে জেলার দোমবিভালি থেকে তাকে গ্রেফতার করা হয়। ৩৮ বছর বয়সী ওই বাংলাদেশীর নাম মোহাম্মদ সাইদুল শেখ। চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচারের পর ওই নারীদের যৌন ব্যবসার দিকে ঠেলে দেয়ার অভিযোগ রয়েছে সাইদুলের বিরুদ্ধে। খবর ইন্ডিয়া টুডের। ওই পাচারচক্রের সঙ্গে জড়িত থাকার সন্দেহে সাইদুলসহ এ পর্যন্ত সাত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আরও সাতজনকে গ্রেফতারের জন্য খোঁজা হচ্ছে। পুলিশ ইন্সপেক্টর জিতেন্দ্র ভেঙ্কুট্টিকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত সাইদুল বাংলাদেশ থেকে তরুণীদের মুম্বাইয়ে পাচার করত। প্রতিজন তরুণীকে বিক্রি করে সে ৪০০০-৫০০০ রুপী করে কমিশন পেত। বিশেষ করে বাংলাদেশী কিশোরীদের পাচার করার অভিযোগ রয়েছে সাইদুলের বিরুদ্ধে। চাকরির প্রলোভন দেখিয়ে তাদের সীমান্তের ওপারে নিয়ে যাওয়া হয়। এরপর তাদের বিক্রি করে দেয়া হতো যৌন ব্যবসার জন্য। পুলিশের দাবি, সাইদুলের সহযোগীরাও প্রেমের ফাঁদে ফেলে নারীদের সীমান্ত পার করে ভারতে নিয়ে যেত। ২০১০ সাল থেকে ভারতে কর্মকা- চালিয়ে যাচ্ছে সাইদুল। পাচারকারীদের কাছ থেকে উদ্ধার হওয়া চার কিশোরীর মাধ্যমেই সাইদুলের কথা জানতে পারে পুলিশ। ভারত সীমান্তে হাওয়ালা তথা কালো টাকার অবৈধ লেনদেনেও জড়িত ছিল সাইদুল।
×