ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হাসিখুশি থাকা মানেই সুখী নয়

প্রকাশিত: ০৫:৩৪, ১০ সেপ্টেম্বর ২০১৮

   হাসিখুশি থাকা মানেই সুখী নয়

সাধারণত মানুষ বিশ্বাস করে, যারা অনেক লোকের সঙ্গে মিশতে পারে বা তাদের সঙ্গে হাসিখুশি থাকে, তারাই সুখী মানুষ। তবে নতুন এক গবেষণা বলছে, হাসিখুশি থাকা মানুষগুলোকে সুখী ভাবা ভুল। হাসি সুখে থাকার ইঙ্গিত দেয় না। ব্রিটেনের ব্রাইটন এ্যান্ড সাসেক্স মেডিক্যাল স্কুলের এক নয়া গবেষণায় এর প্রমাণ মিলেছে। গবেষণাটি পরিচালনা করেন শরীরভাষা বিশেষজ্ঞ ড. হ্যারি উইচেল। উইচেল এটাকে সামাজিক আচরণ বলে মনে করেন। তিনি ১৮ থেকে ৩৫ বছরের ৪৪ জন অংশগ্র্রহণকারী নিয়ে জিওগ্রাফি কুুইজ গেম প্রতিযোগিতার আয়োজন করেন। সেখানে নয়টি কঠিন প্রশ্ন ছিল, যার উত্তর তারা ভুল দিয়েছেন। অংশগ্রহণকারীদের প্রত্যেককে আলাদা কক্ষে একটি করে কম্পিউটার দিয়ে একা রাখা হয় এবং তাদের মুখভঙ্গির ভিডিও রেকর্ড করা হয়। এই নিরীক্ষাকে গবেষক দল হিউম্যান-কম্পিউটার ইন্টার‌্যাকশন বা মানুষের সঙ্গে কম্পিউটারের মিথস্ক্রিয়া বলছেন। কুুইজ শেষে অংশগ্রহণকারীদের নির্দিষ্ট বিষয়ে অভিজ্ঞতার মাত্রা জিজ্ঞেস করা হয়, যেখানে ১২টি আবেগ চিহ্ন ব্যবহার করা হয় যেমন ‘বিরক্ত’, ‘কৌতূহলী’, ‘হতাশ’ ইত্যাদি। ভিডিওতে ধারণ করা মুখমণ্ডলের অভিপ্রায়গুলো কম্পিউটারে বিশ্লেষণ করা হয়। উইচেল বলেন, প্রকৃত হাসি হলো ভেতরের প্রফুল্লতা ও পরিতৃপ্তির প্রতিফলন। তবে এই মিথস্ক্রিয়ার নিরীক্ষা বলছে, সুখ হাসির ভঙ্গি দ্বারা চালিত নয়। এটা সামাজিক। এমনকি কম্পিউটারের সামনেও সেই সামাজিকীকরণ থাকে। যা হোক, অংশগ্রহণকারীরা তখনই ঠিকভাবে হেসেছেন, যখন কম্পিউটার তাদের বলেছে, উত্তর সঠিক বা বেঠিক। মজার ব্যাপার হলো, যখন তাদের উত্তর ভুল হয়েছে তখনই তারা বেশি হেসেছেন। এ্যাসোসিয়েশন অব কম্পিউটিং মেশিনারির (এসিএম) সাময়িকীতে এ গবেষণা নিবন্ধটি প্রকাশ করা হয়েছে। -সায়েন্স নিউজ অবলম্বনে।
×