ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বড়দের সম্মান দিতে প্রচার

প্রকাশিত: ০৫:০৯, ১০ সেপ্টেম্বর ২০১৮

 বড়দের সম্মান দিতে প্রচার

যুগ পাল্টেছে। চীনেও আর বয়স্কদের আগের মতো সম্মান দেয়া হয় না। যদিও বিষয়টি বয়স্কদের জন্য হতাশাজনক। আর তাই বিষয়টিতে হস্তক্ষেপ শুরু করেছে দেশটির সরকার। বয়স্কদের সম্মান ও ভালবাসতে উৎসাহ দেয়ার জন্য এক মাসব্যাপী প্রচারণা শুরু করতে যাচ্ছে চীন। বয়স্কদের সম্মান বাড়ানোর জন্য প্রচার শুরু করতে যাচ্ছে দেশটির প্রবীণ বিষয়ক ন্যাশনাল ওয়ার্কিং কমিশন। কমিশন এক সার্কুলারে বলেছে, অক্টোবর মাসের ১ থেকে ৩১ তারিখ পর্যন্ত এই প্রচার অভিযান চলবে। বয়স্কদের সম্মান ও ভালবাসা দেয়ার প্রয়োজনীয়তা এবং তাদের সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যেই অভিযানটি চালানো হবে। বিভিন্ন প্রতিষ্ঠান ও এলাকাতে বয়স্কদের সম্মানমূলক শিক্ষা কার্যক্রম চালানো, বৃদ্ধাশ্রম পরিদর্শন এবং বৃদ্ধদের আইনগত অধিকার সুরক্ষায় তাদের সহায়তা করার উৎসাহ দেয়া হবে। ব্যক্তি পর্যায়ে দৈনন্দিন কাজ করার সময় কিভাবে বয়স্কদের সম্মান দিতে হবে তা শেখানো হবে এ প্রচারণায়। -ওয়েবসাইট অবলম্বনে।
×