ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিআরটিএ’র প্রতিবাদ

প্রকাশিত: ০৫:০৮, ১০ সেপ্টেম্বর ২০১৮

বিআরটিএ’র প্রতিবাদ

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) নিয়ে সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কর্তৃক প্রকাশিত ‘সেবা খাতে দুর্নীতি : জাতীয় খানা জরিপ-২০১৭’ এর প্রতিবেদন প্রকাশ করা হয়। তবে সংশ্লিষ্টতার বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। বিআরটিএ পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোঃ নূরুল ইসলাম স্বাক্ষরিত প্রতিবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩০ আগস্ট টিআইবি কার্যালয়ে সেবাখাতে দুর্নীতি : জাতীয় খানা জরিপ-২০১৭ প্রকাশ করে। যা গণমাধ্যমে ছাপা হয়। যেখানে বলা হয়েছে বিআরটিএ’র সেবা নিতে গিয়ে ৬৫.৪ শতাংশ খানা কোন না কোনভাবে দুর্নীতির শিকার হয়েছে, ৬১.১ শতাংশ খানা ঘুষের শিকার হয়েছে। ঘুষ না দিলে কাক্সিক্ষত সেবা পাওয়া যায় না বলেও টিআইবির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। টিআইবির প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে বিআরটিএ জানিয়েছেন, উক্ত প্রতিবেদন ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। বিআরটিএ মোটরযান রেজিস্ট্রেশন, ফিটনেস, ট্যাক্সটোকেন, রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি সেবা প্রদান করে। সংখ্যা বিবেচনায় অন্যান্য সেবার তুলনায় মোটরযানের ট্যাক্সটোকেন সেবা প্রায় ৩০-৩৫ শতাংশ, যা ব্যাংকের মাধ্যমে গ্রাহক সরাসরি পায়। তাই টিআইবির অভিযোগকে বিআরটিএ মিথ্যা ও ভিত্তিহীন হিসেবে আখ্যায়িত করেছে। -বিজ্ঞপ্তি
×