ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মজুরি নিয়ে বিজিএমইএ’র প্রস্তাবে আতঙ্ক

প্রকাশিত: ০৪:৪৭, ১০ সেপ্টেম্বর ২০১৮

মজুরি নিয়ে বিজিএমইএ’র প্রস্তাবে আতঙ্ক

অর্থনৈতিক রিপোর্টার ॥ তৈরি পোশাক শিল্পে শ্রমিকদের জন্য বাংলাদেশ পোশাক প্রস্তুতকারী ও রফতানিকারক সংগঠনের (বিজিএমইএ) সর্বনিম্ন ৬ হাজার ৩৬০ টাকা মজুরির প্রস্তাব করায় অনেক ব্যবসায়ীরা এখন আতঙ্কিত বলে জানিয়েছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার এ্যান্ড এক্সপোর্টারস এ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি সেলিম ওসমান। তিনি বলেন, বিজিএমইএ’র করা সর্বনিম্ন মজুরির প্রস্তাবে অনেক কারখানা বন্ধ হয়ে যাবে। রবিবার বিকেলে রাজধানীর বিজিএমইএ ভবনের নুরুল কাদের অডিটরিয়ামে বিজিএমইএ ও বিকেএমইএ’র যৌথ উদ্যোগে জরুরী সাধারণ সভায় তিনি এ মন্তব্য করেন। সেলিম ওসমান বলেন, মালিক-শ্রমিক মিলেই দেশের পোশাক খাতকে অনেক দূরে নিয়ে গেছেন। এখন আমরা শ্রমিকদের চাহিদা পূরণ করতে চাই একইসঙ্গে মালিককেও বাঁচাতে চায়। এক্ষেত্রে বেশি বেতনের প্রস্তাব আসতে পারে তবে বর্তমান প্রস্তাবে মজুরি অনেক বেশি বলা হয়েছে। তিনি বলেন, এখন বিদ্যুত, গ্যাসসহ খাত সংশ্লিষ্ট পণ্যের দাম বেড়েছে। নতুন কোন দেশের বাজারে প্রবেশ করতে হলে পণ্যের দাম কমানো লাগে। আমাদের বাঁচতে হবে, আবার শ্রমিকদেরও বাঁচাতে হবে। আমরা সবাই বাঁচতে চায়, অতিরিক্ত কিছু চাপিয়ে শিল্পকে ধ্বংস করবেন না। বিজিএমইএ সভাপতি মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত জরুরী সভায় উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দীন, বিজিএমইএ’র সাবেক সভাপতি ও সংসদ সদস্য টিপু মুন্সি, আতিকুল ইসলামসহ বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা।
×