ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:৩৩, ১০ সেপ্টেম্বর ২০১৮

টুকরো খবর

হামলা মামলায় ৫ জন জেলে নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৯ সেপ্টেম্বর ॥ ভোলা-লক্ষ্মীপুর নৌরুটের ইলিশা লঞ্চঘাট দখল, প্রভাব বিস্তার ও হামলার ঘটনায় দায়ের করা মামলায় রবিবার ইজারাদার পক্ষ ভোলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হলে আদালত ৫ জনের জামিন বাতিল করে জেলহাজতে পাঠিয়েছে। জামিন বাতিল হওয়াদের মধ্যে রয়েছেন আকতার ডেইরি ফার্মের পরিচালক সাবেক ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোঃ আখতার হোসেন, তার চাচাত ভাই পশ্চিম ইলিশা আওয়ামী লীগ নেতা বশির আহম্মেদ, মোঃ বাবুল, হাসান কেরানী ও মোঃ আলাউদ্দিন। তবে জামিন বাতিল হওয়া ওই ৫ জনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, হামলাকারী ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাদের উল্টা মিথ্যা মামলায় ফাঁসানো হয়। ভোলা নদী বন্দরের সহকারী পরিচালক কামরুজ্জামান জানান, ওই ঘাট বর্তমানে তাদের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। অবৈধ লোকজনের দখলে রয়েছে। তবে গত ২৮ আগস্ট পর্যন্ত ইলিশা ঘাটের বৈধ ইজারাদার ছিল সুহানা এন্টারপ্রাইজ। ঘাট ইজারাদার সুহানা এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মিজানুর রহমান শাহীন জানান, ভোলার ইলিশা লঞ্চঘাট বৈধ টেন্ডারের মাধ্যমে ৩১ জুলাই থেকে ২৮ আগস্ট পর্যন্ত এক মাসের জন্য তাকে ইজারা দেয় বিআইডব্লিউটিএ। ইজারার কয়েক দিন পরে গত ১৭ আগস্ট সকালে হঠাৎ করে সিরাজুল ইসলাম ঘাট তার দাবি করে তাদের লোকজনের ওপর হামলা চালিয়ে স্টাফদের মাথা ফাটিয়ে দিয়ে উৎখাত করে ঘাট দখল নেয়। . বিদ্যুতস্পৃষ্টে ভ্যানচালকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ৯ সেপ্টেম্বর ॥ রবিবার দুপুরে টঙ্গী আউচপাড়া মোল্লাবাড়ি রোড এলাকায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। তার নাম সোহরাব হোসেন (৫২), পিতার নাম রুস্তম আলী। টঙ্গীর এরশাদনগর ৪নং ব্লকে তার বাসা। স্থানীয় নির্মাণাধীন একটি বাড়ির রড নামানোর সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে এ দুর্ঘটনা ঘটে। . প্রাণ আপ খেয়ে অসুস্থ ২০ নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৯ সেপ্টেম্বর ॥ মেয়াদোত্তীর্ণ প্রাণ আপ খেয়ে ঠাকুরগাঁওয়ে ২০ শিশু, কিশোর ও যুবক অসুস্থ হয়ে পড়েছে। এ ঘটনা ঘটেছে শনিবার সন্ধ্যায় শহরের পাশে গড়েয়া রোডে সোনার বাংলা রিসোর্ট সেন্টারে প্রাণ গ্রুপ আয়োজিত কনসার্ট অনুষ্ঠানে। জানা যায়, প্রাণ আপ গ্রুপ তাদের বিভিন্ন পণ্যের প্রচারের লক্ষ্যে ঢাকা থেকে আগত শিল্পীদের পরিবেশনায় একটি কনসার্টের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন এফ এম সুমনসহ অন্য শিল্পীরা। কনসার্টে আগত দর্শক আবু বক্কর সিদ্দীক জানায়, ভেতরে প্রবেশের সময় কর্তৃপক্ষ দর্শকদের হাতে ২০ টাকার বিনিময়ে তুলে দেয় মেয়াদোত্তীর্ণ ৫শ’ মি.লি. বোতলের একটি করে প্রাণ আপ বোতল। যা ছিল মূলত টিকেটের সিম্বল হিসেবে। এই বোতল দেখিয়ে দর্শকদের ভেতরে প্রবেশ করতে দেয়া হয়। আর এই প্রাণ আপ খেয়ে অসুস্থ হয়ে পড়ে ২০ শিশু, কিশোর ও যুবক। একই কথা বলেন, কনসার্টে আসা দর্শক সফিকুল ইসলাম, শাহজান আলী, নাজমুলসহ আরও অনেকে। এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক কনসার্ট আয়োজনের একজন অর্গানাইজার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি ঘটেছে ভুলবশত। . অস্ত্রসহ যুবক গ্রেফতার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর সদরঘাট থানার কদমতলী এলাকা থেকে অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে একটি ট্রান্সপোর্ট কোম্পানির অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা যায়, কদমতলীর থ্রি স্টার ট্রান্সপোর্ট নামের প্রতিষ্ঠানের কার্যালয় থেকে তাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতার ওমর ফারুক ফয়সালের (৩১) বাড়ি নগরীর কদমতলী মোড় এলাকায়। তার কাছ থেকে জব্দ করা হয় একটি এলজি ও ২ রাউন্ড কার্তুজ। জিজ্ঞাসাবাদে ফয়সাল স্বীকার করে যে, বিক্রির উদ্দেশে সে এ অস্ত্র সংগ্রহ করেছিল। . ‘নৈতিক অবক্ষয় ঠেকাতে হবে’ স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন সমাজের নৈতিক অবক্ষয় ঠেকানোর আহ্বান জানিয়ে বলেছেন, একজন টিনএজ বয়সের ছেলে যদি সিনিয়র ভাইদের এভাবে ছুরিকাঘাত করে, সেটা সমাজের অবক্ষয়ের একটি উদাহরণ। এই ধরনের অবক্ষয় থেকে বাঁচতে এদের আমাদের ধরতে হবে। সংশোধন করতে হবে। বিচারের আওতায় আনতে হবে। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বিশ^বিদ্যালয়ের ফার্মেসি বিভাগের দুই ছাত্র গুরুতর আহত হওয়ার প্রতিবাদে রবিবার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আয়োজিত মানববন্ধনে অধ্যাপক ড. আনোয়ার হোসেন এসব কথা বলেন। মানববন্ধনে আরও বক্তৃতা দেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সুব্রত বিশ্বাস, শেখ হাসিনা হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়রা আজমিরা এরিন প্রমুখ। . মহিলা কলেজের অধ্যক্ষ সাময়িক বরখাস্ত নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৯ সেপ্টেম্বর ॥ রানীনগর মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ মোঃ মিরাজুল ইসলামকে বিভিন্ন অনিয়ম আর দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ৬ সেপ্টেম্বর স্বাক্ষরিত পত্রে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। রবিবার দুপুরে কলেজের ব্যবস্থাপনা কমিটির সদস্যরা তাকে ওই নোটিস প্রদান করেন। এছাড়াও আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সাময়িকভাবে বরখাস্তকৃত অধ্যক্ষকে নোটিসের জবাব দেয়ার জন্য নির্দেশ প্রদান করেছে ব্যবস্থাপনা কমিটি। অপরদিকে অধ্যক্ষ মিরাজুল ইসলাম নোটিসকে তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বলে মনে করছেন।
×