ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যান হত্যার নেপথ্যে আধিপত্য বিস্তার

প্রকাশিত: ০৪:২৮, ১০ সেপ্টেম্বর ২০১৮

 সাতক্ষীরায় ইউপি  চেয়ারম্যান হত্যার  নেপথ্যে আধিপত্য  বিস্তার

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরায় সন্ত্রাসীদের গুলিতে নিহত কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান কেএম মোশাররফ হোসেন হত্যা রহস্যের জট খোলেনি। তবে এই হত্যার নেপথ্যে আধিপত্য নিয়ে বিরোধকে প্রধান টার্গেটে রেখে তদন্ত চলছে দাবি পুলিশের। চেয়ারম্যান মোশারাফ শনিবার রাত ১১টায় মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। চেয়ারম্যান মোশারফ হোসেন কৃষ্ণনগর গ্রামের মৃত সৈলুদ্দিন কাগুজির ছেলে। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, চেয়ারম্যান মোশাররফ হোসেন (৫২) স্থানীয় যুবলীগ অফিসে বসে থাকা অবস্থায় পাঁচ ছয় যুবক তিনটি মোটরসাইকেলে এসে বাজারে কয়েকটি ককটেল বোমা ফাটায়। এতে আতঙ্কিত হয়ে দোকানপাট বন্ধ হবার সুযোগে সন্ত্রাসীরা যুবলীগ অফিসে ঢুকে চেয়ারম্যানের মুখে পিস্তল ঠেকিয়ে গুলি করে। এরপরও মৃত্যু নিশ্চিত করতে তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। কালিগঞ্জ হাসপাতালে নেয়ার পর আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডাঃ তৈয়বুর রহমান তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তিনি জেলা জাপার সহ সাংগঠনিক সম্পাদক । তিনি কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান।
×