ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বখাটের উৎপাতে ছাত্রীর স্কুল বন্ধ ॥ মামলা করে বিপাকে পরিবার

প্রকাশিত: ০৪:২৭, ১০ সেপ্টেম্বর ২০১৮

  বখাটের উৎপাতে ছাত্রীর স্কুল বন্ধ ॥ মামলা  করে বিপাকে পরিবার

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ৯ সেপ্টেম্বর ॥ গলাচিপা উপজেলায় তিন বখাটের উৎপাতে বন্ধ হয়ে গেছে রিয়া মনি (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর পড়ালেখা। এ ঘটনায় আদালতে মামলা করে হুমকির মুখে পড়েছে শিক্ষার্থীর পরিবার। মামলার আসামিরা প্রভাবশালী হওয়ায় মারধোরসহ প্রাণনাশের হুমকি দিয়ে এলেও পুলিশ বলে তদন্ত চলছে। অভিযুক্তদের প্রকাশ্য হুমকিতে অবরুদ্ধ বাদীর পরিবার। জানা গেছে, রিয়া মনি নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত ছাত্রী। প্রতিবেশী আইউব আলী খানের ছেলে সুমন খান, আপ্তের আলী খানের ছেলে বাচ্ছু খান ওরফে ইয়াবা বাচ্ছু এবং আলী খানের ছেলে নজরুল ইসলাম বাবু র্দীর্ঘদিন থেকে তার মেয়েকে উত্ত্যক্ত এবং যৌন হয়রানি করে আসছে। উত্ত্যক্ত থেকে রেহাই পেতে তার রিয়াকে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বদল করেও রেহাই পায়নি বখাটের হাত থেকে। উত্ত্যক্তকারীও স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান বদল করে তাদের কার্যক্রম চলমান রাখে। এলাকার গণ্যমান্যরা একাধিকবার মীমাংসা করার চেষ্টা করেও ব্যর্থ হয়। রিয়া স্কুলে থেকে বাড়ি আসা-যাওয়ার পথে যানবাহন থেকে নামিয়ে তাদের গাড়িতে উঠতে বাধ্য করতেন প্রতিনিয়ত। বিষয়টি রিয়া পরিবারকে জানালে তার বাবা ২৫ জুলাই পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ করেন।
×