ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে হাসপাতালে ডাক্তারের হাতে বৃদ্ধা লাঞ্ছিত

প্রকাশিত: ০৪:২৭, ১০ সেপ্টেম্বর ২০১৮

  বাগেরহাটে হাসপাতালে ডাক্তারের হাতে বৃদ্ধা লাঞ্ছিত

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাট সদর হাসপাতালে ডাক্তারের হাতে লাঞ্ছিত হয়েছেন প্রসুতি রোগীর বৃদ্ধ মা নাসিমা বেগম (৫৬)। রবিবার দুপুরে হাসপাতালের গাইনি ওয়ার্ডের কনসালটেন্ট (গাইনি) ডাঃ আবুল কালাম আজাদ ওই ওয়ার্ডের ৪নং বেডে থাকা প্রসূতি রোজিনা বেগমের মায়ের সঙ্গে এই ঘটনা ঘটান। এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হলে বাগেরহাটের সিভিল সার্জন এদিন বিকেলে সংশ্লিষ্ট চিকিৎসক আবুল কালাম আজাদকে শো-কজ করেছেন। ভুক্তভোগী নাসিমা বেগম মোরেলগঞ্জ উপজেলার গাজিরঘাট গ্রামের মোঃ ইদ্রিস শেখের স্ত্রী। এ ঘটনার পর ওই ওয়ার্ডে থাকা রোগী ও তাদের স্বজনদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। ডাক্তারের হাতে মারধরের শিকার নাসিমা বেগম বলেন, ‘রবিবার আমার মেয়ে রোজিনা বেগমের প্রসব বেদনা শুরু হলে তাকে সদর হাসপাতালে এনে ভর্তি করি। পরে ডাক্তার রাউন্ডে এলে রোগীর সঙ্গে থাকা স্বজনদের বের হয়ে যেতে বলা হয়। এ সময় আমার মেয়ে তীব্র্র বেদনায় কাতরাচ্ছিল। তাকে আমি বেডে জোর করে ধরে রাখি। ডাক্তার এসে আমাকে দেখে জোরে আমার পিঠে আঘাত করে। তখন আমি মেয়ের বিষয়ে কথা বললে আবারও মুখে চড় মারে।’ ঘটনার প্রত্যক্ষদর্শী বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের কাকলি বেগম বলেন, মেয়েটি প্রসব বেদনায় কাতরাচ্ছিল। তার মা তাকে ধরে রাখে। ডাক্তার এসেই তাকে মারপিট শুরু করে। একজন ডাক্তারের এমন ব্যবহার আগে কখনও দেখিনি। পাশের বেডে থাকা প্রসূতি অপরাজিতা রায় জানান, ডাক্তারের মারপিট ও ব্যবহারে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। এমন আচরণ একজন ডাক্তারের হতে পারে না। অন্য রোগীদের সঙ্গেও এই ডাক্তার খারাপ আচরণ করেন বলে তিনি জানান। সিভিল সার্জন ডাঃ অরুণ চন্দ্র মন্ডল বলেন, রোগীর স্বজনদের কাছ থেকে অভিযোগ পেয়ে বিষয়টির খোঁজখবর নিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। একজন ডাক্তারের এমন আচরণ হওয়া কাম্য নয়। তাকে শো-কজ করা হয়েছে। বিষয়টি স্বাস্থ্য অধিদফতরের উর্ধতন কর্তৃপক্ষকে ইতোমধ্যে জানানো হয়েছে। উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
×