ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জলঢাকায় ছাত্রীকে যৌন নির্যাতনের মামলায় প্রধান শিক্ষক আটক

প্রকাশিত: ০৪:২২, ১০ সেপ্টেম্বর ২০১৮

  জলঢাকায় ছাত্রীকে যৌন নির্যাতনের মামলায় প্রধান শিক্ষক আটক

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির ঘটনার মামলায় গ্রেফতার হয়েছে জলঢাকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ.কে.এম ওয়ারেজ আলী (৫৫)। রবিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়। জানা যায়, বেশ কিছু দিন ধরে উক্ত বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তারই স্কুলের এক সপ্তম শ্রেণীর ছাত্রীকে ভয়ভীতি ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এমনকি গত কোরবানি ঈদের আগে ওই ছাত্রীকে একটি মোবাইলসহ বাংলালিংকের একটি সিম কিনে দেয়। এরপর ৬ সেপ্টেম্বর ওই ছাত্রী স্কুলে না আসায় ওই দিন দুপুরে স্কুল ছুটির পর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্কুলে উপবৃত্তির টাকা প্রদান করা হবে জানিয়ে ওই ছাত্রীকে মোবাইল করে স্কুলে ডেকে নিয়ে আসে। ছাত্রীটি স্কুলে এসে দেখে গেটের সামনে প্রধান শিক্ষক দাঁড়িয়ে আছেন। ছাত্রীটি আসা মাত্র স্কুলের ভেতর ঢুকিয়ে প্রধান ফটক বন্ধ করে দেয়। স্কুলে আর কোন ছাত্রী ও অন্যান্য শিক্ষক বা উপবৃত্তি প্রদানের লোকজনকে দেখতে না পেয়ে ছাত্রীটি বাড়ি চলে আসার চেষ্টা করে। কিন্তু প্রধান শিক্ষক তাকে আটকিয়ে যৌন নির্যাতনের চেষ্টা চালায়। . পঞ্চগড়ে স্কুলশিক্ষকের শাস্তি দাবি স্টাফ রিপোর্টার পঞ্চগড় থেকে জানান, পঞ্চগড়ের বোদা পাইলট স্কুল এ্যান্ড কলেজের ছাত্রীকে শ্লীলতাহানীকারী ওই স্কুলের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক রাজু মাস্টারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। রবিবার দুপুরে বোদা-পঞ্চগড় মহাসড়কের বোদা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পরিবারের স্বজনসহ এলাকাবাসীরা। মানববন্ধনে ছাত্রীর মা সুমি আকতার, মাসুম বিল্লাহ, চন্দবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান, সোহাগসহ এলাকাবাসীরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা অবিলম্বে শিক্ষক আব্দুর রাজ্জাক রাজু মাস্টারে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উল্লেখ্য গত ২৬ আগস্ট আব্দুর রাজ্জাক রাজু মাস্টারের নিজ প্রাইভেট সেন্টারে সকালে ছাত্রীটি পড়তে যায়। এ সময় প্রাইভেট সেন্টারে কোন শিক্ষার্থী না থাকায় ছাত্রীটিকে একা পেয়ে শ্লীলতাহানীর চেষ্টা করে।
×