ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুলিশ-মাদক বিক্রেতা গুলিবিনিময় ॥ যুবক আহত

প্রকাশিত: ০৪:২০, ১০ সেপ্টেম্বর ২০১৮

 পুলিশ-মাদক বিক্রেতা গুলিবিনিময় ॥  যুবক আহত

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শনিবার রাতে দুপচাঁচিয়া উপজেলায় পুলিশের সঙ্গে মাদক বিক্রেতাদের গুলিবিনিময় হয়েছে। এসময় মাহবুবুর রহমান মাহবুব (৩৫) নামে এক যুবক পায়ে গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় পুলিশ গুলিবিদ্ধ মাহবুবসহ জাকারিয়া (২৮) নামে অপর এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করে। পুলিশ তাদের কাছে ৪৫০ পিস ইয়াবা এবং ঘটনাস্থল থেকে ৫টি ককটেল ও ধারলো অস্ত্র উদ্ধার করে। পুলিশ জানায়, মাদক বিক্রির খবর পেয়ে রাত সোয়া ১টার দিকে পুলিশের একটি টিম দুপচাঁচিয়া-তালোড়া সড়কের পার্শ্বে আলোহলি গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পুলিশের ওপর ককটেল ও গুলি ছোড়ে। পুলিশ শটগান দিয়ে পাল্টা গুলি চালায়। পুলিশের অভিযানের মুখে কয়েকজন পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় মাহবুবসহ জাকারিয়া নামের অপর একজনকে গ্রেফতার করে। তাদের নিকট ইয়াবা ও ঘটনাস্থল থেকে ককটেলসহ ২টি সামুরাই পাওয়া যায়। গুলিবিদ্ধ যুবককে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপচাঁচিয়া থানা পুলিশ জানায়, ঘটনার সময় ২ পুলিশ সদস্য আহত হয়।
×