ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মামলা করলে হত্যার হুমকি

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

প্রকাশিত: ০৪:২০, ১০ সেপ্টেম্বর ২০১৮

  ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৯ সেপ্টেম্বর ॥ বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম মৃধার নেতৃত্বে দক্ষিণ রাওঘা গ্রামের কৃষক আনোয়ার মৃধার জমি জোরপূর্বক চাষাবাদ শেষে নিজাম উদ্দিন মোল্লার বাড়িতে ভূরিভোজ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার আমতলী রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে লিখিত অভিযোগ করেছেন কৃষক আনোয়ার মৃধা। লিখিত বক্তব্যে কৃষক আনোয়ার মৃধা অভিযোগ করে বলেন, দক্ষিণ রাওঘা মৌজার এসএ ১৬২/৩২৮ খতিয়ানের পৈত্রিক সূত্রে পাওয়া ৬৬ শতাংশ জমি গত ৫০ বছর ধরে ভোগ দখল করে আসছি। আমি গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান শহিদুল ইসলাম মৃধার পক্ষ না করায় আমাকে হয়রানি করার জন্য একই গ্রামের নিজাম উদ্দিন মোল্লাকে দিয়ে ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। গত শুক্রবার চেয়ারম্যান শহিদুল ইসলাম মৃধা ও তার লোকজন গিয়ে আমার রোপণ করা জমির বীজ তুলে তারা পুনরায় চাষাবাদ করে বীজ রোপণ করে। আমি প্রতিবাদ করলে আমাকে ও আমার লোকজনকে মারধর করেছে এবং ধারালো অস্ত্র দিয়ে ধাওয়া করে। কোন মতে আমরা প্রাণ ভয়ে পালিয়ে আসি। পরে চেয়ারম্যান ও তার লোকজন আমার বাড়িতে এসে আমাকে শাসিয়ে যায়। এ বিষয় নিয়ে মামলা ও বাড়াবাড়ি করলে আমাকে মেরে ফেলবে বলে হুমকি দেয়। তিনি আরও বলেন, জমি চাষাবাদ শেষে চেয়ারম্যান শহিদুল ইসলাম মৃধা ও তার লোকজন নিজাম মোল্লার বাড়িতে দুপুরে গরু জবেহ করে ভূরিভোজ করেছেন। লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, আমি এ বিষয়টি নিয়ে আমতলী থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। চেয়ারম্যান শহিদুল ইসলাম মৃধা থানায় মামলা করতে যাওয়ার খবর পেয়ে আমার বাড়িতে পুনরায় তার লোকজন পাঠিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে আসে। আমরা চেয়ারম্যান ও তার লোকজনের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যাই। ওই দিন থেকে তাদের ভয়ে বাড়িতে যেতে পারছি না। তাদের ভয়ে আমি এবং আমার পরিবারের লোকজন পালিয়ে বেড়াচ্ছি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তার ছেলে কাওসার মৃধা ও ভাইয়ের শ্যালক আনোয়ার গাজী। এ বিষয়ে হলদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম মৃধা মুঠোফোনে তার লোকজন দিয়ে জমি চাষাবাদ করে ভূরিভোজের কথা স্বীকার করে বলেন, বিবদমান ওই জমি কোন পক্ষ চাষাবাদ করেনি। আমি উপস্থিত থেকে নিজাম উদ্দিন মোল্লাকে জমি চাষাবাদ করে দিয়েছি।
×