ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্যান্সার চিকিৎসায় রামেকে কোবাল্ট-৬০ মেশিন চালু হচ্ছে

প্রকাশিত: ০৪:১৯, ১০ সেপ্টেম্বর ২০১৮

  ক্যান্সার চিকিৎসায় রামেকে কোবাল্ট-৬০ মেশিন চালু হচ্ছে

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ক্যান্সারের চিকিৎসায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে আবার চালু হচ্ছে কোবাল্ট-৬০ মেশিন। ক্যান্সার রোগীদের রেডিওথেরাপি দিতে মেশিনটি ব্যবহৃত হবে। চার বছর আগে রামেক হাসপাতালের এই মেশিনটি অকেজো হয়ে যাওয়ায় রোগীরা ভোগান্তি পোহাচ্ছিলেন। দ্রুতই তাদের সেই সমস্যার সমাধান হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের ক্যান্সার বিভাগ জানিয়েছে, রামেক হাসপাতালের অনকোলজি বিভাগে পুরনো ৬ হাজারের বেশি ক্যান্সার রোগী চিকিৎসা নেন। নতুন রোগীর সংখ্যা আরও দেড় হাজার। কোবাল্ট-৬০ মেশিনটি অকেজো অবস্থায় পড়ে থাকায় এসব রোগী রেডিওথেরাপি নিতে পারছিলেন না। কেউ কেউ ঢাকায় গিয়ে রেডিওথেরাপি নিলেও মধ্য বা নিম্নবিত্ত রোগীদের পক্ষে তা সম্ভব হচ্ছিল না। এখানে মেশিনটি চালু হলে তুলনামূলক কম খরচে তারা চিকিৎসা নিতে পারবেন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান জানান, প্রায় ১০ কোটি টাকা দিয়ে রামেক হাসপাতালের জন্য কোবাল্ট-৬০ মেশিনটি কেনা হয়েছে। এটি বসানোর কাজও প্রায় শেষ। কিছুদিনের মধ্যেই কার্যক্রম শুরু হবে। তখন সরকার নির্ধারিত প্রায় ৬ হাজার টাকায় রোগীরা রেডিওথেরাপি করাতে পারবেন, যেখানে বেসরকারী হাসপাতালে ৭০ থেকে ৮০ হাজার টাকা খরচ হয়।
×