ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জাতীয় গ্রিডের টাওয়ারে দিনভর যুবকের পাগলামি

প্রকাশিত: ০৮:৩৬, ৯ সেপ্টেম্বর ২০১৮

জাতীয় গ্রিডের টাওয়ারে দিনভর যুবকের পাগলামি

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে বিদ্যুতের জাতীয় গ্রিড লাইনের টাওয়ারের ওপর উঠে পড়া মানসিক প্রতিবন্ধী এক যুবকের পাগলামিতে শনিবার দিনভর দিশেহারা হয়ে পড়েছিল ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রায় ৮ ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যায় অক্ষত অবস্থায় নামিয়ে আনা হয় তাকে। তবে যুবকটির নাম-পরিচয় জানা যায়নি। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান ও স্থানীয়রা জানান, শনিবার সকাল ১০টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের কড্ডা এলাকায় ব্রিজের পশ্চিম পাশে বিদ্যুতের দুই লাখ ৩০ হাজার ভোল্টের জাতীয় গ্রীড লাইনের টাওয়ারের ওপরে উঠে পড়ে মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী এক যুবক। বৈদ্যুতিক টাওয়ারের প্রায় ২৫০ ফুট উঁচুতে উঠে ওই যুবক পাগলামি শুরু করে। সে কখনও বসে আবার কখনও দাঁড়িয়ে নানা অঙ্গভঙ্গি করতে থাকে। এ সময় সে কখনও গান গাইতে থাকে, আবার কখনও হাসতে থাকে। বিপজ্জনক বিদ্যুত সঞ্চালন ওই টাওয়ারের ওপর তার পাগলামি দেখে উৎসুক জনতা সেখানে জড়ো হয়ে তাকে নামানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে টাওয়ার থেকে নামানোর নানা চেষ্টা করতে থাকে। কিন্তু যুবকটি নিচে নেমে আসতে অস্বীকার করে। এদিকে বিদ্যুত সঞ্চালন থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরাও টাওয়ারের ওপরে উঠতে অনীহা প্রকাশ করে। দিনভর চেষ্টার পর সন্ধ্যায় নিচে খাবার রেখে মাইকে ঘোষণা দিয়ে নানা প্রলোভন দেয় ফায়ার সার্ভিসের কর্মীরা। একপর্যায়ে প্রায় ৮ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে যুবকটি নিচে নেমে আসলে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সমাপ্তি ঘটে। তবে যুবকটি নিচে নেমে আসার পর অচেতন হয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে দ্রুত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকদের চেষ্টায় যুবকটির জ্ঞান ফিরে আসে। মানসিক প্রতিবন্ধী ওই যুবকটি পুষ্টিহীনতায় ভুগছে।
×