ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিদ্যুতস্পৃষ্ট হয়ে গুলশানে বিদেশীর মৃত্যু

প্রকাশিত: ০৮:০০, ৯ সেপ্টেম্বর ২০১৮

বিদ্যুতস্পৃষ্ট হয়ে গুলশানে বিদেশীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গুলশানে নিজ বাসাতেই বিদ্যুতস্পৃষ্ট হয়ে তুরস্কের এক নাগরিকের করুণ মৃত্যু ঘটেছে। নিহতের নাম আয়া উজবেক সাইদী (৪১) । শনিবার বিকেল চারটায় এ ঘটনা ঘটে। গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, নিহত সাইদী পেশায় ছিলেন একজন আইটি বিশেষজ্ঞ। তিনি গুলশানেরই একটি আইটি ফার্মে চাকরি করতেন। থাকতেন গুলশান ১ নম্বরের ১০১ নং রোডের ১৫ নম্বর বাড়ির ৫০১ নং ভাড়া ফ্ল্যাটে। এখানে তিনি একাই থাকতেন। শনিবার বিকেলে বাসায় দেয়ালের রং করার জন্য নিজেই একটি বিদ্যুতচালিত মেশিন দিয়ে কাজ করার সময় হঠাৎ দুর্ঘটনার শিকার হন। এতে বিদ্যুতস্পৃৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে তাকে বাসার কাজের মেয়ে ও অফিসের দুই সহকর্মী উদ্ধার করে প্রথমে নিকটবর্তী শাহাবুদ্দিন হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। রাতেই ময়নাতদন্তের প্রক্রিয়া চলছিল। এ বিষয়ে গুলশান থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
×