ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর তিন দিনব্যাপী নাট্য উৎসব

প্রকাশিত: ০৭:২৩, ৯ সেপ্টেম্বর ২০১৮

ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর তিন দিনব্যাপী নাট্য উৎসব

স্টাফ রিপোর্টার ॥ ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ মহিদুল ইসলামের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী নাট্য উৎসবের আয়োজন করতে যাচ্ছে সংগঠনটি। দল সূত্রে জানা গেছে, আগামী ১২ থেকে ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবে তিনটি নাটক মঞ্চায়নের পাশাপাশি সৈয়দ মহিদুল ইসলাম পদকসহ অন্যান্য সম্মাননা প্রদান করা হবে। এছাড়া উৎসবের উদ্বোধনী দিন রয়েছে বিশেষ আলোচনা সভা। এতে দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেবেন বলে জানা গেছে। ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর প্রধান সৈয়দা নওশীন ইসলাম দীশা জানান, উৎসবের উদ্বোধন হবে আগামী ১২ সেপ্টেম্বর বুধবার। এদিন আলোচনা সভা সৈয়দ মহিদুল ইসলাম পদক ও সম্মাননা প্রদানের পর ভিশন থিয়েটারের ‘নৈশভোজ’ নাটকটি মঞ্চস্থ হবে। মনোজ মিত্র রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন গোলাম শাহরিয়ার সিক্ত। উৎসবের দ্বিতীয় দিন ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার আয়োজক সংগঠন ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর ‘পাখি’ নাটকে মঞ্চায়ন হবে। মনোজ মিত্র রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন সাইফুল ইসলাম সোহাগ। উৎসবের শেষ দিন ১৪ সেপ্টেম্বর নাগরিক নাট্যাঙ্গনের ‘গহর বাদশা ও বানেছা পরী’ নাটকের মঞ্চায়ন হবে। নাটকের পুনর্কথন ও নির্দেশনা হৃদি হক। এবারের উৎসবে মঞ্চসারথি আতাউর রহমানকে সৈয়দ মহিদুল ইসলাম পদক। এছাড়াও মঞ্চবন্ধু ও যুগল সম্মাননা প্রদান করা হবে।
×