ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রীতি ম্যাচে স্কটল্যান্ডকে উড়িয়ে দিল বেলজিয়াম

পোল্যান্ডের সঙ্গে ড্র করল ইতালি

প্রকাশিত: ০৭:০৭, ৯ সেপ্টেম্বর ২০১৮

পোল্যান্ডের সঙ্গে ড্র করল ইতালি

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘ ৫৮ বছরের মধ্যে এবারই প্রথম বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ইতালি। স্বপ্নের বিশ্বকাপে খেলতে না পারার হতাশা নিঃসন্দেহে বেশ ভুগিয়েছে আজ্জুরিদের। তবে সেই দুঃখ ভুলে ইতালির সামনে এখন নতুন শুরুর পালা। সেই লক্ষ্যেই রাশিয়া বিশ্বকাপের পর শুক্রবার প্রথমবারের মতো মাঠে নেমেছিল ইতালি। তাদের সামনে প্রতিপক্ষ ছিল পোল্যান্ড। তবে নতুন শুরুর প্রথম ম্যাচে মোটেও সুবিধা করতে পারেনি রবার্তো মানচিনির শিষ্যরা। পোল্যান্ডের সঙ্গে এদিন ১-১ গোলে ড্র করেছে তারা। উয়েফা ন্যাশন্স লীগে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে ইতালির পারফর্মেন্স ছিল হতাশাজনক। প্রতিপক্ষের জালে কোন গোল তো করতেই পারেনি, বরং ৪০ মিনিটেই গোল হজম করে বসে তারা। পিয়োতোর জিলিনস্কির গোলে প্রথম এগিয়ে যায় পোলিশরা। কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধে ইতালির ফেডেরিকো চিয়েসাকে ফাউল করে বসেন পোল্যান্ডের জাকুব ব্লাসজিকোস্কি। এর ফলে পেনাল্টি পায় ইতালি। আর এই সুযোগ কাজে লাগিয়েই স্বাগতিকদের সমতায় ফেরান জোর্গেনহো। এর পরের সময়টাতে আর কোন গোল না হলে ১-১ ব্যবধানের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। ইতালির কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর রবার্তো মানচিনির এটাই প্রথম ম্যাচ। এই ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর দলে ফিরলেন মারিও বালোতেল্লিও। এর আগে সর্বশেষ ২০১৪ বিশ্বকাপের ইতালির জার্সিতে নিজের দেশকে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। ইতালি-পোল্যান্ডের ম্যাচ ড্র হলেও এদিন জয় নিয়ে মাঠ ছেড়েছে ২০১৮ বিশ্বকাপের আয়োজক দেশ রাশিয়া, সার্বিয়া, ফারোই আইসল্যান্ড এবং আলবেনিয়া। এদিকে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বেলজিয়াম লজ্জাজনকভাবে হারিয়েছে স্কটল্যান্ডকে। রাশিয়া বিশ্বকাপে দুর্দান্ত খেলেছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত তিনে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল বেলজিয়াম। ২০১৮ বিশ্বকাপের পর শুক্রবার আবারও মাঠে নেমেছিলেন হ্যাজার্ড-লুকাকুরা। প্রীতি ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছিল বেলজিয়াম। বিশ্বকাপের সেই দুর্দান্ত পারফর্মেন্সের ধারাবাহিকতা প্রীতি ম্যাচেও ধরে রেখেছে রবার্তো মার্টিনেজের দল। স্কটল্যান্ডকে এদিন পাত্তাই দেয়নি বেলজিয়াম। এদিন তারা ৪-০ গোলে রীতিমতো উড়িয়েই দিয়েছে স্বাগতিকদের। ৪৫ বছরের মধ্যে যা স্কটল্যান্ডের সবচেয়ে বাজে পরাজয়। ঘরের মাঠে এর আগে স্কটিশদের সবচেয়ে লজ্জাজনক হারটি ছিল ৫-০ ব্যবধানের। ১৯৭৩ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের কাছে সেই হারের পর শুক্রবার বেলজিয়ামের বিপক্ষেই সবচেয়ে খারাপ ফলাফল করেছে স্কটল্যান্ড। কোচ হিসেবে স্কটল্যান্ডের দায়িত্ব লাভের পর সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছেন এ্যালেক্স ম্যাকলিশ! ২০ হাজারেরও বেশি সমর্থকের সামনে এদিন ম্যাচ শুরুর ২৮ মিনিটেই বেলজিয়ামকে এগিয়ে দেন রোমেলু লুকাকু। এই গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় সফরকারীরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল ব্যবধান দ্বিগুণ করেন বেলজিয়ামের এডিন হ্যাজার্ড। এরপরই দেখা যায় মিচি বাটশুয়াইয়ের শো। আট মিনিটের ব্যবধানেই প্রতিপক্ষের জালে দুইবার বল জড়ান এই বেলজিয়ান স্ট্রাইকার। ৫২ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন তিনি। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে বেলজিয়ামের চতুর্থ আর ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন বাটশুয়াই। এর পরের সময়টাতে আর কোন গোল না হলে ৪-০ ব্যবধানের বড় জয় নিয়েই মাঠ ছাড়েন রবার্তো মার্টিনেজের শিষ্যরা। মাদক ব্যবসায়ীর ক্লাবে কোচ ম্যারাডোনা! স্পোর্টস রিপোর্টার ॥ আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার এবার নতুন দায়িত্ব। মেক্সিকোর দ্বিতীয় বিভাগের দল ডোরাডোসের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। তবে এই ক্লাবের মালিকপক্ষকে নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। ক্লাবের মালিক দারুণ ক্ষমতাবান এবং তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে মাদক ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে পাচারের। এর আগে খুব বাজে অবস্থানে থাকা ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ম্যারাডোনা এমন খবর চাউর হয়।
×