ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাটলারের ব্যাটে বড় স্কোর ইংলিশদের

প্রকাশিত: ০৭:০৭, ৯ সেপ্টেম্বর ২০১৮

বাটলারের ব্যাটে বড় স্কোর ইংলিশদের

স্পোর্টস রিপোর্টার ॥ বিদায়ী টেস্টের প্রথম ইনিংসেই দারুণ এক হাফ সেঞ্চুরি হাঁকিয়ে কেনিংটন ওভাল টেস্টের প্রথমদিনের আলোচনায় ছিলেন এ্যালিস্টার কুক (৭১)। দ্বিতীয়দিনে সেই আলো কেড়ে নিয়েছেন জস বাটলার। ১৮১ রানে সপ্তম উইকেট হারানো দলকে টেল-এন্ডারদের নিয়ে চ্যালেঞ্জিং স্কোর এনে দিয়েছেন হার্ডহিটার এই ব্যাটসম্যান। অলআউট হওয়ার আগে প্রথম ইনিংসে ৩৩২ রান করেছে পাঁচ টেস্টের সিরিজে আগেই সিরিজ নিশ্চিত করা স্বাগতিক ইংলিশরা। ব্যক্তিগত ৮৯ রানে আউট হয়েছেন বাটলার। ইনিংসের তৃতীয় হাফ সেঞ্চুরিটি মঈন আলির (৫০)। জবাবে শনিবার দ্বিতীয়দিন এ রিপোর্ট লেখার সময় ১ উইকেট হারিয়ে সফরকারী ভারতের রান ৫৩। সিরিজের পঞ্চম ও শেষ এই টেস্ট শুরুর আগেই অবসরের ঘোষণা দেয়া কুকের এটি শেষ আন্তর্জাতিক ম্যাচ। ১৭৭ রানে ষষ্ঠ ও ১৮১ রানে সপ্তম উইকেট হারানো ইংল্যান্ডের চ্যালেঞ্জিং স্কোরের রূপকার বাটলার। ১৩৩ বলে ৬ চার ও ২ ছক্কায় ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে স্পিনার রবীন্দ্র জাদেজার শিকারে পরিণত হন তিনি। শেষদিকে বাটলারকে ভাল সঙ্গ দেন আদিল রশিদ (১৫) ও স্টুয়ার্ট ব্রড (৩৮)। ভারতের হয়ে জাদেজা ৪, জাসপ্রিত বুমরাহ ও ইশান্ত শর্মা নেন তিনটি করে উইকেট। এর আগে নিজের শেষ টেস্টের প্রথম ইনিংসে ১৯০ বলে ৮ চারে ৭১ রান করে ফেরেন কুক। তার উইকেট দিয়ে দিক হারানোর শুরু স্বাগতিকদের। রানের খাতা খুলতে পারেননি দুই ব্যাটিং ভরসা জো রুট ও জনি বেয়ারস্টো। ইংলিশ অধিনায়ককে ফেরান বুমরাহ। বেয়ারস্টোকে বিদায় করেন ইশান্ত। মঈনের সঙ্গে স্টোকসের জুটিতে খানিকটা স্বস্তি ফেরে স্বাগিতক দলে। স্টোকসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে প্রতিরোধ ভাঙ্গেন স্পিনার জাদেজা। মাঝে তিন বলের মধ্যে মঈন আর স্যাম কুরানকে তুলে নিয়ে পাল্লা নিজেদের দিকে ঘুরিয়েছিলেন ইশান্ত। পঞ্চাশ ছুঁয়েই কট বিহাইন্ড মঈন। ১৭০ বলে খেলা তার ৫০ রানের ইনিংসে বাউন্ডারি চারটি। কিন্তু বাটলার দৃশ্যপট বদলে দিয়েছেন।
×