ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্রাজিল-আর্জেন্টিনার সহজ জয়

প্রকাশিত: ০৭:০৬, ৯ সেপ্টেম্বর ২০১৮

ব্রাজিল-আর্জেন্টিনার সহজ জয়

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপের পর আবারও নতুন মিশন শুরু করল লাতিন আমেরিকার দুই পরাশক্তি। শনিবার ভিন্ন ভিন্ন প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল ব্রাজিল আর আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রে দুই দলই সহজ জয় পেয়েছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে। দিনের আরেক ম্যাচে আর্জেন্টিনা ৩-০ গোলে পরাজিত করেছে গুয়াতেমালাকে। এছাড়াও প্রীতি ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে ইকুয়েডর, কলম্বিয়া এবং উরুগুয়ে। ২০১৮ বিশ্বকাপে ফেবারিটের তকমাটা গায়ে মেখেই কোর্টে নেমেছিল ব্রাজিল। কিন্তু বেলজিয়ামের কাছে হেরে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয় তাদের। বিশ্বকাপের সেই ব্যর্থতা ভুলে আবারও মাঠে নেমেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপের পর প্রথমবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামায় ফুটবলবোদ্ধা ও সমর্থকদের চোখ ছিল ব্রাজিল বনাম যুক্তরাষ্ট্রের এই প্রীতি ম্যাচে। অধিনায়ক নেইমার ও রবার্তো ফিরমিনোর গোলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সহজ জয় পেয়েছে তিতের শিষ্যরা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সর্বশেষ পাঁচবারের দেখায় সব ক’টিতেই জিতেছে সেলেসাওরা। এই ম্যাচে তাই স্বাভাবিকভাবেই ফেবারিট ছিল ব্রাজিল। খেলা শুরু হতেই তার প্রমাণও পাওয়া গেল। শুরু থেকেই একের পর এক আক্রমণে বিপর্যস্ত ছিল যুক্তরাষ্ট্রের রক্ষণভাগ। ম্যাচের ১১ মিনিটেই গোলের দেখা পায় ব্রাজিল। রবিনসনের বাড়ানো বল নিয়ে দ্রুত গতিতে এগিয়ে যান ডগলাস কস্তা। মাঠের ডান কোণ থেকে তার ক্রসে পা ছুঁইয়ে বল জালে জড়ান রবার্তো ফিরমিনো। প্রথমার্ধের ৩১ মিনিটেও একইভাবে বল নিয়ে ঢুকে পড়েছিলেন কস্তা। সেবার নেইমারের উদ্দেশে ক্রস বাড়ালেও লক্ষ্য ভেদ করতে পারেননি প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) তারকা এই ফরোয়ার্ড। ম্যাচের ৩৮ মিনিটে আরও একবার এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল ব্রাজিলের সামনে। নেইমার-কুতিনহোর দুর্দান্ত নৈপুণ্যে বল পেয়েছিলেন ফাবিনহো। কিন্তু গোলরক্ষক জ্যাক সিফেন অসাধারণ দক্ষতায় সে যাত্রায় রক্ষা পায় যুক্তরাষ্ট্র। তবে ৪৩ মিনিটে ঘটে অঘটন। ফাবিনহো বল নিয়ে ডি-বক্সে ঢোকার সময় যুক্তরাষ্ট্রের রক্ষণভাগের অযাচিত ট্যাকেলে মাটিতে লুটিয়ে পড়েন। রেফারিও পেনাল্টির বাঁশি বাজাতে দেরি করেননি। স্পট কিক থেকে দলের পক্ষে দ্বিতীয় গোলটি আদায় করে নেন অধিনায়ক নেইমার। জাতীয় দলের জার্সিতে ৯১ ম্যাচে এটা নেইমারের ৫৮তম গোল। প্রথমার্ধ শেষেই ২-০ গোল ব্যবধানে এগিয়ে থাকে বিরতিতে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকটি সুযোগ সৃষ্টি করে সেলেসাওরা। অবশ্য আর কোন গোলের দেখা পায়নি দলটি। শেষ পর্যন্ত বিশ্বকাপের পর প্রথম ম্যাচে ওই ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে নেইমার-ফিরমিনহোরা। আরেক ম্যাচে লিওনেল মেসি-এ্যাগুয়েরোদের অনুপস্থিতিতে নতুন এক দল নিয়েই বিশ্বকাপের পর প্রথমবারের মতো মাঠে নামে আর্জেন্টিনা। তবে মেসি-এ্যাগুয়েরোরা না থাকলেও জয় পেতে খুব বেশি কষ্ট করতে হয়নি আলবিসেলেস্তেদের। ক্যালিফোর্নিয়ার লস এ্যাঞ্জেলেস মেমোরিয়াল কলিসিয়াম স্টেডিয়ামে এদিন গুয়াতেমালাকে অনায়াসেই হারিয়েছেন লিওনেল স্কালোনির শিষ্যরা। আর্জেন্টিনার হয়ে এদিন গোল পেয়েছেন গঞ্জালো নিকোলাস মার্টিনেজ, জিওভানি লো সেলসো ও এই ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক ঘটা জিওভান্নি সিমিওনে। রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলো থেকে বাদ পড়ায় আপাতত আন্তর্জাতিক ফুটবল থেকে নিজেকে সরিয়ে রেখেছেন মেসি। অন্যদিকে এই প্রীতি ম্যাচে এ্যাগুয়েরো-মারিয়া-হিগুয়েন-বানেগা-রোহো, ওটামেন্ডিদের দলে রাখেননি স্কালোনি। সব মিলিয়ে তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে নতুন এক দল নিয়েই যেন মাঠে নেমেছিল আর্জেন্টিনা। তবে প্রীতি ম্যাচে গুয়াতেমালার বিপক্ষে তারকাদের অনুপস্থিতি যেন বোঝাই যায়নি। পুরো ম্যাচেই নিয়ন্ত্রণ ও আধিপত্য বজায় রেখে খেলেছে আলবিসেলেস্তেরা। ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের রক্ষণে চাপ বাড়ানো আর্জেন্টিনা এগিয়ে যায় ২৭ মিনিটে। সেলসোর শট ডি-বক্সে দাঁড়ানো গুয়াতেমালার ইলিয়াস ভাসকেজের হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে স্পট কিকে গোল আদায় করে নেন মার্টিনেজ। তার আট মিনিট পর আবারও গোলের দেখা পান স্কালোনির শিষ্যরা। এবার ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে বল জালে জড়ান সেলসো নিজেই। প্রথমার্ধের শেষ মিনিটে আরও একবার এগিয়ে যায় আর্জেন্টিনা। প্যালাসিওসের বাড়ানো বল নিজের দখলে নিয়ে একক প্রচেষ্টায় জালে জড়ান অভিষিক্ত সিমিওনে। দ্বিতীয়ার্ধেও আক্রমণ অব্যাহত রাখে আর্জেন্টিনা। যদিও এই অর্ধে মার্টিনেজ-প্যালাসিওসদের তুলে নেন কোচ। অবশ্য তাতেও ব্যবধান আর বাড়াতে পারেনি আলবিসেলেস্তেরা। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মেসি-এ্যাগুয়েরোবিহীন আর্জেন্টিনা। দিনের অন্য ম্যাচে ইকুয়েডর ২-০ গোলে হারায় জ্যামাইকাকে, ভেনিজুয়েলার বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পায় কলম্বিয়া এবং উরুগুয়ে ৪-১ ব্যবধানে উড়িয়ে দেয় মেক্সিকোকে।
×