ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেতৃত্ব হারাচ্ছেন কোহলি!

প্রকাশিত: ০৭:০৪, ৯ সেপ্টেম্বর ২০১৮

নেতৃত্ব হারাচ্ছেন কোহলি!

স্পোর্টস রিপোর্টার ॥ না ভারতীয় ক্রিকেট বোর্ডে (বিসিসিআই) এমন ক্ষমতাধর কেউ নেই যে বিরাট কোহলিকে জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দিতে পারেন। স্থানীয় সংবাদ মাধ্যমের ইঙ্গিত, সুপার উইলোবাজ আসলে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্ব হারাতে পারেন। আইপিএলের শুরু থেকেই খেলছে আরসিবি। তারকায় ভরা থাকলেও এখন পর্যন্ত শিরোপা জয় করা হয়নি। আর শুরু থেকেই দলটির অধিনায়কের দায়িত্বে আছেন কোহলি। তার নেতৃত্বে আরসিবির সর্বোচ্চ সাফল্য রানার্সআপ। অনেক আসরে তো চার নম্বরেও পৌঁছাতে পারেনি। এত এত ব্যর্থতা পেছনে ফেলে আরসিবি কর্তৃপক্ষ এবার দলকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে। শুরুতেই তারা ছেঁটে ফেলেছে প্রধান কোচ ড্যানিয়েল ভেট্টোরিকে। তার পরিবর্তে দায়িত্ব দেয়া হয়েছে জনপ্রি ও সফল কোচ গ্যারি কারস্টেনকে। এরই ধারাবাহিকতায় অধিনায়কও পরিবর্তন আনতে চলেছে ফ্র্যাঞ্চাইজিটি। এমনটাই দাবি সংবাদ মাধ্যমের। জানা যায়, বিরাট কোহলিকে সরিয়ে নতুন অধিনায়ক নির্বাচন করতে যাচ্ছে দলটির ম্যানেজমেন্ট। কোহলির যোগ্য উত্তরসূরি হিসেবে প্রথমেই ভাবা হচ্ছে দক্ষিণ আফ্রিকার সাবেক আক্রমণাত্মক ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের নাম। আইপিএলের বিগত ১১ আসরে তিনবার শিরোপা ছোঁয়ার কাছাকাছি গেলেও শেষ পর্যন্ত রানারআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে কোহলির দলকে। সর্বশেষ আইপিএলের ১৪ ম্যাচের মধ্যে মাত্র ৬টিতে জয় পায় আরসিবি। ষষ্ঠ থেকে আসর শেষ করতে হয় তাদের। দলের এমন পারফর্মেন্সে বেজায় ক্ষেপে আছে ম্যানেজমেন্ট। সমালোচনা চলছে কোহলির নেতৃত্ব নিয়েও। সবকিছু মিলিয়েই বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা হাতে নিয়েছে ম্যানেজমেন্ট।
×