ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মালদ্বীপের ভাগ্য পরীক্ষায় প্রতিপক্ষ আজ ভারত

প্রকাশিত: ০৭:০৩, ৯ সেপ্টেম্বর ২০১৮

মালদ্বীপের ভাগ্য পরীক্ষায় প্রতিপক্ষ আজ ভারত

রুমেল খান ॥ আজ সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত-মালদ্বীপ। ‘বি’ গ্রুপের এই শেষ ম্যাচটি ৯৬ ফিফা র‌্যাঙ্কিংধারী ভারতের জন্য যতটা চাপহীন-নির্ভার, ১৫০ র‌্যাঙ্কিংধারী মালদ্বীপের জন্য ততটাই দুশ্চিন্তার-চাপের। কারণ ইতোমধ্যেই এক ম্যাচ হাতে রেখেই এই আসরের সর্বাধিক সাতবারের চ্যাম্পিয়ন ভারত নিশ্চিত করে ফেলেছে সেমিফাইনালে নাম লেখানো। পক্ষান্তরে শেষ চারে যেতে হলে কমপক্ষে ড্র করতেই হবে মালদ্বীপকে। তবে তারা যদি হেরেও যায় তাহলে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিতে যাওয়ার সুযোগ পাবে। তবে সেক্ষেত্রে শর্ত থাকবেÑ হারতে হবে কমপক্ষে ২-০ গোলে। সেক্ষেত্রে তাদের সমান পয়েন্ট (১) হয়ে যাবে শ্রীলঙ্কার মতো। কিন্তু গোল তফাতে এগিয়ে থাকায় মালদ্বীপই চলে যাবে সেমিতে। কিন্তু তারা দুই গোলের বেশি ব্যবধানে হারলেই সেক্ষেত্রে কপাল খুলবে ২০০ ফিফা র‌্যাঙ্কিংধারী শ্রীলঙ্কার। ১ খেলায় ভারতের সংগ্রহ ৩ পয়েন্ট। সমান খেলায় মালদ্বীপের ১ এবং ২ খেলায় শ্রীলঙ্কার ১ পয়েন্ট। শুক্রবার শ্রীলঙ্কা গোলশূন্য ড্র করে মালদ্বীপের সঙ্গে। এই ড্রয়ের ফলে এই দুই দলের সেমিতে ওঠার ভাগ্য ঝুলে গেলেও এক ম্যাচ হাতে রেখেই শেষ চারে নাম লেখায় ভারত। আজকের ম্যাচে ভারতের কাছে মালদ্বীপ ৩-০ গোলে হেরে গেলে সেমিতে ভারতের সঙ্গী হতে পারে শ্রীলঙ্কা। ‘ভারত নামটির উৎপত্তি চন্দ্রবংশীয় পৌরাণিক রাজা ভরতের নামানুসারে। কথিত আছে এই বর্ষ বা অঞ্চলটি রাজা ভরতকে দান করা হয়েছিল বলে এর নাম ভারতবর্ষ। ইংরেজী ‘ইন্ডিয়া’ শব্দটি এসেছে সিন্ধু নদের আদি ফার্সি নাম ‘হিন্দ’ থেকে। এছাড়াও প্রাচীন গ্রিকরা ভারতীয়দের ইন্দোই, ইন্দাস (সিন্ধু) নদী অববাহিকার অধিবাসী) নামে অভিহিত করতেন। এবার আসা যাক আরেকটি দেশের প্রসঙ্গে। এই দেশটি বিশ্বের সবচেয়ে নিচু দেশ। পর্যটনের জন্য বিখ্যাত এ দেশের সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতা মাত্র ২.৩ তিন মিটার। ১২০০’র বেশি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত হয়েছে দেশটি। নাম মালদ্বীপ। মালদ্বীপ নামটি ‘মালে দিভেহী রাজ্য’ হতে এসেছে। যার অর্থÑ মালে অধিকৃত দ্বীপরাষ্ট্র। কারও কারও মতে সংস্কৃত ‘মালা দ্বীপ’ অর্থ দ্বীপ-মাল্য বা ‘মহিলা দ্বীপ’ অর্থ নারীদের দ্বীপ হতে মালদ্বীপ নামটি এসেছে। অপর একটি মতবাদ হলো তামিল ভাষায় ‘মালা তিভু অর্থ দ্বীপমাল্য হতে মালদ্বীপ নামটি উদ্ভূত। অর্থনীতির অধ্যাপক গ্রসম্যান জন এস হোগেনডনের মতেÑ মালদ্বীপ শব্দটি সংস্কৃত মালাদেভিপ থেকে এসেছে, যার অর্থ ‘দ্বীপের মালভূমি’। মধ্যযুগে ইবন বতুতা ও অন্যান্য আরব পর্যটকরা এই অঞ্চলকে ‘মহাল দিবিয়াত’ নামে উল্লেখ করেছেন। আরবীতে মহাল অর্থ প্রাসাদ। বর্তমানে এই নামটিই মালদ্বীপের রাষ্ট্রীয় প্রতীকে লেখা হয়। এর আগে ১৫ বার মুখোমুখি হয়েছে দু’দল। ১১টিতেই জিতেছে ভারত। ২টিতে জিতেছে মালদ্বীপ। বাকি ২ ম্যাচ ড্র হয়। সাফের দ্বাদশ আসরে ভারত এবার তাদের সেরা, সিনিয়র বা পূর্ণশক্তির দল পাঠায়নি। পাঠিয়েছে যুব বা অনুর্ধ-২৩ দলকে! এর অর্থ একটাইÑ তারা এখন এশিয়ান ফুটবলে নিজেদের এমনই এক উচ্চতায় নিয়ে গেছে যে, সাফ চ্যাম্পিয়নশিপ এবং সাউথ এশিয়ান গেমস ফুটবলকে এখন আর তারা তেমন গুরুত্বই দেয় না। বরং তারা প্রাধান্য দেয় এশিয়ান গেমস ফুটবল বা অলিম্পিক ফুটবলকে। তাছাড়া এবার তারা সাফ চ্যাম্পিয়নশিপে পাঠিয়েছে যুব বা অনুর্ধ-২৩ দল। দলটি যে কেমন তা বোঝার কোন উপায় নেই। কারণ ঢাকায় আসার পর তারা নিজেদের সম্পর্কে খুব কমই মুখ খুলেছে গণমাধ্যমের কাছে। তাছাড়া টুর্নামেন্ট শুরুর আগেরদিন যেখানে বাকি ছয় দল সংবাদ সম্মেলনে আসে, সেখানে ভারতীয় দল হাজিরই হয়নি। যদিও তারা কারণ হিসেবে জানায়Ñ ট্রাফিক জ্যামের কারণে তারা সময়মতো আসতে পারেনি! যুব দল পাঠালেও এই আসরে তারাই ফেবারিট। সম্প্রতি স্পেনে একটি টুর্নামেন্টে আর্জেন্টিনা অনুর্ধ-২০ দলকে হারিয়ে বিস্ময়ের সৃষ্টি করেছিল ভারত। সেই দলটার ওপরই অগাধ আস্থা কোচ স্টিফেন কনস্টেনটিনের। মূলত ২০২৬ বিশ্বকাপে খেলার স্বপ্ন নিয়েই দল তৈরি করছে ভারত। তবে মালদ্বীপও কিন্তু ফেলনা দল নয়। তারা এই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ২০০৮ সালে, এই ভারতকেই ১-০ গোলে হারিয়ে। তবে সাফে সর্বশেষ মোকাবেলায় তারা ২০১৫ আসরের সেমিতে ভারতের কাছে ৩-২ গোলে হেরেছিল। এখন দেখার বিষয়, আজ সেই হারের বদলা তারা নিতে পারে কি না। পয়েন্ট টেবিল দেশ ম্যাচ জয় ড্র হার গোল পয়েন্ট ভারত ১ ১ ০ ০ ২/০ ৩ মালদ্বীপ ১ ০ ১ ০ ০/০ ১ শ্রীলঙ্কা ২ ০ ১ ১ ০/২ ১
×