ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এশিয়া কাপে কোন্ দল কেমন

প্রকাশিত: ০৭:০২, ৯ সেপ্টেম্বর ২০১৮

এশিয়া কাপে কোন্ দল কেমন

শাকিল আহমেদ মিরাজ ॥ বাছাই পর্ব পেরিয়ে ষষ্ঠ দল হিসেবে এশিয়া কাপে নাম লিখিয়েছে হংকং। চার পরাশক্তি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের পাশাপাশি কিছুদিন আগে টেস্ট স্ট্যাটাস পাওয়া আফগানিস্তানের সঙ্গী হবে তারা। এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ‘এ’ গ্রুপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সঙ্গী হয়েছে হংকং। আরব আমিরাতের দুবাইয়ে শনিবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপের অপর দল আফগানিস্তান। ‘ডিফেন্ডিং’ চ্যাম্পিয়ন ভারত তাদের নিয়মিত অধিনায়ক ও বড় তারকা বিরাট কোহলিকে বিশ্রামে রেখে দল ঘোষণা করেছে। নিজেদের দ্বিতীয় হোম ভেন্যু হয়ে ওঠা আমিরাতে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাধারী পাকিস্তানও হট-ফেবারিট। ওয়ানডেতে ক্রমশ পরাশক্তি হয়ে ওঠা বাংলাদেশও রেসে থাকতে চায়। আছে এশিয়ান ক্রিকেটের নতুন আতঙ্ক আফগানিস্তান। এশিয়ার বিশ্বকাপ খ্যাত এশিয়া কাপের ১৪তম আসরে কোন্ দল কেমন সেটি দেখে নেয়া যাকÑ চমকজাগানো সব রিস্ট স্পিনারে সমৃদ্ধ ভারত। কুলদীপ যাদব এবং যুবেন্দ্র চাহাল; দু’জনের ওপরেই দলের দারুণ ভারসা। সম্প্রতি ছোট্ট ফরমেটের ক্রিকেটে ভারতকে নিজেদের সেরাটা দিয়ে যাচ্ছেন তারা। যদিও আরব আমিরাতের কন্ডিশন স্পিনারদের অনুকূলে সেভাবে থাকবে না, তাও ভারতের গেম প্ল্যানের অন্যতম কা ারি এই দুই স্পিনার। আর কোহলিবিহীন ব্যাটিং লাইন আপে ভারতের প্রধান আস্থা অধিনায়ক রোহিত শর্মার ওপর। এছাড়া লোকেশ রাহুল বা শিখর ধাওয়ানের পারফর্মেন্সে পরিকল্পনা সাজাতে চাইবেন বস্ রবি শাস্ত্রী। এছাড়া হারদিক পা-িয়ার মতো প্রতিশ্রুতিশীল পেস বোলিং-অলরাউন্ডারও আছেন এই দলে। অন্যদিকে পেস আক্রমণকে প্রাধান্য দিয়ে দল সাজিয়েছে আজহার আলির পাকিস্তান। পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অন্যতম নায়ক হাসান আলি ইতোমধ্যে ভারতসহ প্রতিপক্ষ দলগুলোকে হুমকি দিয়ে রেখেছেন। এছাড়া তরুণ অলরাউন্ডার শাদাব খানের পারফর্মেন্সের ওপর চোখ থাকবে। আর ম্যাচের সুর বদলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন ওপেনার ফখর জামান। সঙ্গে অধিনায়ক সরফরাজ খানের ক্ষুরধার নেতৃত্ব এবং শোয়েব মালিকের অভিজ্ঞতা বিবেচনায় পঞ্চাশ ওভারের ম্যাচে সেরাদের কাতারেই থাকবে পাকিস্তান। আর ওয়ানডে ফরমেটে নিজেদের সাম্প্রতিক ফর্মের বিচারে এবারের এশিয়া কাপের অন্যতম ফেবারিট বাংলাদেশ। ইনফর্ম ওপেনার তামিম ইকবালের ব্যাটের ওপর নির্ভর করবে অনেক কিছু। বোলিংয়ে অধিনায়ক মাশরাফিই হবেন পথ প্রদর্শক। এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীমরা তো ছন্দে আছেনই। তবে দলের এক্স ফ্যাক্টর তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব অবশ্য বলছেন, তিনি ২০-৩০ শতাংশ ফিট, আর অধিনায়ক মাশরাফি বলছেন, সাকিব ‘অতটুকু’ ফিট থাকলেই হবে! তার মানে বোঝাই যাচ্ছে পুরোপুরি সুস্থ না থাকা সাকিবে কি পরিমাণ বিশ্বাসী অধিনায়ক। আর এতো বিশ্বাস যার ওপরে থাকে, ব্যাটে-বলে তো পরিকল্পনা করা হয় তাকে ঘিরেই! অন্যদিকে আসরে স্পিন বৈচিত্র্য নিয়ে হাজির থাকবে রশিদ খানের আফগানিস্তান। রিস্ট স্পিনার, অফ স্পিনার- সবারই উপস্থিতি আছে দলটিতে, তবে পঞ্চাশ ওভারের ক্রিকেটে আস্থাবান ব্যাটসম্যান তেমন নেই। আফগানিস্তান নিজেদের কতটুকু মেলে ধরতে পারে সেটাই এখন দেখার। সেভাবে আলোচনায় না থাকলেও আইসিসির প্রতিটি বড় আসরে নিজেদের শক্ত অস্তিত্বের কথা প্রতিবারই জানান দেয় শ্রীলঙ্কা। ওয়ানডে ফরমেটে বেশ গোছানো দল তারা। পরিকল্পনা অনুযায়ী দুই ওপেনার কুশল মেন্ডিস এবং কুশল পেরেরার ওপরে অনেকটাই নির্ভর করবে তারা। কেননা এই দু’জনের একজন বড় রান পেলেই কাজ অনেকটা সহজ হয়ে যাবে লঙ্কানদের। আর বোলিংয়ে শেষ মুহূর্তে আকিলা ধনঞ্জয়া ছিটকে যাওয়ায় অভিজ্ঞ থিসারা পেরেরার দায়িত্ব অনেক। শেষ মুহূর্তে চন্দিকা হাতুরুসিংহের গেমস প্ল্যানে যোগ দিয়েছেন অভিজ্ঞ পেসার লাসিথ মালিঙ্গা। বলা চলে শেষবার এশিয়া কাপ খেলবেন এক সময়ের বিশ্বসেরা এই বোলার। বিজাতীয় এ্যাকশনের অধিকারী পেসার চাইবেন সামর্থ্যরে সবটুকু উজাড় করে দিতে। আসরে এবার নতুন যোগ দিচ্ছে হংকং। গ্রুপপর্বে শক্তিশালী ভারত পাকিস্তানের সঙ্গী তারা। ওয়ানডেতে দুই পরাশক্তিকে ভড়কে দেয়ার সামর্থ্য না রাখলেও লড়াকু মানসিকতা আছে হংকংয়ের। অধিনায়ক অনসুমান রাথ ইতিমধ্যেই জানিয়েছেন ওয়ানডে স্ট্যাটাস হারানোর পর তার দলের দেখানো উচিত ছিল তাদের সামর্থ্য। বাছাইপর্বের বাধা অতিক্রম করে সেই লক্ষ্য পূরণ করতে পেরেছে। হংকং এবার এশিয়া কাপেও নিজেদের ভবিষ্যতের জানান দিতে চায়।
×