ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাগরে ট্রলারডুবি ॥ ৭ জন এখনও নিখোঁজ

প্রকাশিত: ০৬:৫৫, ৯ সেপ্টেম্বর ২০১৮

সাগরে ট্রলারডুবি ॥ ৭ জন এখনও নিখোঁজ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৮ সেপ্টেম্বর ॥ বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ ৭ জেলের চার দিনেও খোঁজ মেলেনি। নিখোঁজ জেলে পরিবারের স্বজনদের চলছে আহাজারি। বুধবার রাতে গভীর সমুদ্রে এফবি ইলিয়াস ট্রলারটি নিমজ্জিত হয়ে এসব জেলেরা নিখোঁজ রয়েছে। এখনও সাগর উত্তাল রয়েছে। এ কারণে বাকি ট্রলার মাছ শিকারে যাচ্ছে না। পাশাপাশি নিখোঁজদের উদ্ধার কাজও চালাতে পারছে না। ডুবে যাওয়া ট্রলার থেকে ফিরে আসা ট্রলারের মাঝি মনির জানান, জোরার বয়া এলাকায় ঝড়ের কবলে হঠাৎ ট্রলারটি ডুবে যায়। এ সময় ১৪ জেলে কেবিনের ভেতরে থাকায় তারা বের হতে পারেনি। পরে ১৪ জনের ৭ জেলেকে ভাসমান অবস্থায় অপর একটি ট্রলার বৃহস্পতিবার মৎস্যবন্দর মহিপুরে নিয়ে আসে। আর নিখোঁজ থাকে, মহিপুর ইউনিয়নের নজিবপুর গ্রামের আ. কাদের (৩৮), মাহাবুব (২৮), সাইফুল (২৫), ইব্রাহিম খান (২৫), চাকমইয়ার সিদ্দিক হাওরাদার (৩০) এবং বরগুনার খাকবুনিয়া এলাকার আল-আমিন (২৬)। অপর একজনের নাম জানা যায়নি। আড়তদার মনিরুল ইসলাম জানান, নিখোঁজ জেলেদের এখন পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি। গাজীপুরে দুই কিশোরীর লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ পৃথক ঘটনায় নিহত দুই কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। শনিবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের রোভারপল্লী স্কুলের পাশের গজানী বনে হাত-পা বাধা এবং গলায় রশি পেঁচানো অবস্থায় এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়। এদিকে শ্রীপুরের বৈরাগীরচালা এলাকাস্থিত এএ ইয়ার্ন ডাইং নামের এক কারখানার শ্রমিক কোয়ার্টারের একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় এক কিশোরী শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সুমি আক্তার নুপুর (২০)। সে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের সাগর মিয়ার মেয়ে। রাঙ্গামাটিতে অস্ত্রসহ আটক দুই নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি ৮ সেপ্টেম্বর ॥ জেলার নানিয়ারচর উপজেলার বগাছড়ি এলাকায় শুক্রবার রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে অস্ত্রসহ ২ব্যক্তিকে আটক করেছে। মংখাইন রাখাইন ও ছিদ্দিক মিয়া এদের নিকট থেকে একটি এলজি ,থ্র্রি নট থ্রি রাইফেলের ও এসএম জির ৪২ রাউন্ড গুলি উদ্ধার করেছে। আটক ব্যক্তিরা অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশের ধারণা।
×