ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পটুয়াখালীতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় হামলা ভাংচুর ॥ আহত ১০

প্রকাশিত: ০৬:৫৫, ৯ সেপ্টেম্বর ২০১৮

পটুয়াখালীতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় হামলা ভাংচুর ॥ আহত ১০

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ৮ সেপ্টেম্বর ॥ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর বাসায় হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত দফায় দফায় চলে এ হামলার ঘটনা। এ সময় আলতাফ হোসেন চৌধুরী বাসায় অবস্থান করছিলেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিএনপি এ হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করলে, ছাত্রলীগ বলছে এটা তাদের বিরুদ্ধে অপপ্রচার। এ দিকে রাতে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। পরে তাদেরসহ অজ্ঞাত ২৫ নেতা-কর্মীকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে অটো ভাঙ্গার অভিযোগে মামলা দায়ের করে সদর থানা পুলিশ। এমন পরিস্থিতিতে শনিবারে বিএনপির দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচী করতে পারেনি জেলা বিএনপি। রংপুরে পাউবো কার্যালয়ে অগ্নিকাণ্ড নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৮ সেপ্টেম্বর ॥ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) উত্তরাঞ্চলের সাব ডিভিশন-২ রংপুর এর স্টোর রুমে শুক্রবার রাতে আকস্মিকভাবে আগুন লেগে গেলে সব মালামাল ভস্মীভূত হয়। ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। পাউবোর নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান জানান, সম্ভবত শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে, কেউ বলছেন বড় ধরনের দুর্নীতি ঢাকতে এ আগুন লাগানো হতে পারে। তবে নির্বাহী প্রকৌশলী মেহেদী এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, পাউবোর কাজের কাগজপত্র ওখানে ছিল না। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রসঙ্গে তিনি বলেন, ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য তদন্ত কমিটি গঠন করা হবে। তাদের তদন্তে বেরিয়ে আসবে ক্ষয় ক্ষতির পরিমাণ। উলিপুরে সাত দোকান স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম থেকে জানান, উলিপুরে অগ্নিকা-ে ৭ দোকান ভূস্মীভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে, শনিবার ভোরে উপজেলার পাঁচপীর বাজারে। জানা গেছে, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজারে আলম মিয়ার পানের দোকান থেকে বিদ্যুতের শর্টসার্কিটে আগুনের সূত্রপাত।
×