ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মির্জাপুরে গার্মেন্টস কর্মীর যাত্রীবাহী বাসে সন্তান প্রসব

প্রকাশিত: ০৬:৫৪, ৯ সেপ্টেম্বর ২০১৮

মির্জাপুরে গার্মেন্টস কর্মীর যাত্রীবাহী বাসে সন্তান প্রসব

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ৮ সেপ্টেম্বর ॥ মির্জাপুরে নাজমা বেগম (৩০) নামে এক গার্মেন্টস কর্মী যাত্রীবাহী বাসে সন্তান প্রসব করেছেন। শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ডে হানিফ পরিবহনের একটি বাসে নাজমা কন্যাসন্তান প্রসব করেন। নাজমা বেগম বগুড়া জেলার ধুনট উপজেলার নাটাবাড়ি গ্রামের ইব্রাহীমের স্ত্রী। তিনি আশুলিয়ার ট্রাউজার লাইন লি. নামে একটি গার্মেন্টসে চাকরি করেন। জানা গেছে, শনিবার বিকেলে আশুলিয়ার বাইপাইল থেকে নাজমা বেগম হানিফ পরিবহনের একটি বাসে বাড়ি যাচ্ছিলেন। পথে তিনি প্রসব ব্যথা অনুভব করেন। পরে বাসের চালক মহাসড়কের মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ডে নিয়ে আসেন। সেখানে যাত্রী এবং স্থানীয় লোকজন পাশের মির্জাপুর জেনারেল হাসপাতাল নামে একটি প্রাইভেট ক্লিনিকে খবর দিলে নার্সরা দৌড়ে এসে বাসের ভেতরেই কন্যাসন্তান প্রসব করান। পরে নার্সরা নবজাতক ও মাকে ক্লিনিকে নিয়ে গেলে ডাক্তার প্রয়োজনীয় চিকিৎসা দেন। ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক ডা. আওরঙ্গজেব আল হোসাইন জানান, ওই মা বাসের মধ্যেই স্বাভাবিকভাবে কন্যাসন্তান প্রসব করেছেন। হাসপাতালে আনার পর আমরা চিকিৎসা দিয়েছি। মা ও শিশু সুস্থ আছেন। তারা এখন বাড়ি ফিরতে পারবেন বলে তিনি জানান।
×