ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চিত্রায় নারী ও পুরুষ নৌকাবাইচে মানুষের ঢল

প্রকাশিত: ০৬:৫৩, ৯ সেপ্টেম্বর ২০১৮

চিত্রায় নারী ও পুরুষ নৌকাবাইচে মানুষের ঢল

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ৮ সেপ্টেম্বর ॥ বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে চিত্রা নদীতে অনুষ্ঠিত হয়েছে এসএম সুলতান নৌকাবাইচ প্রতিযোগিতা। বৈঠার টান, ঢাকঢোলের শব্দ ও কাঁসা-পিতলের ঝংকারে চিরচেনা চিত্রার রূপ হঠাৎ যেন বদলে গিয়েছিল। মাঝিমাল্লাদের ‘হেইয়্যা’ ‘হেইয়্যা’ হর্ষধ্বনির আওয়াজ ছিল আরও বেশি ছন্দময়। নড়াইলের চিত্রা নদীতে ঐহিত্যবাহী এ নৌকাবাইচকে ঘিরে গোটা এলাকা আনন্দ-উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে। শনিবার বিকেলে নড়াইলের ফেরিঘাট এলাকা থেকে এসএম সুলতান সেতু পর্যন্ত প্রায় চার কিলোমিটার অংশ জুড়ে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু প্রমুখ। এদিকে নৌকাবাইচকে কেন্দ্র করে চিত্রা নদীর দু’পাড়ে সৃষ্টি হয় আনন্দ-উৎসব। নৌকাবাইচে নারীদের চারটি এবং পুরুষদের ১৫টি নৌকা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার দেয়া হয়। শনিবার বিকেলে নড়াইলের চিত্রা নদীতে নৌকাবাইচ শুরু হলেও সকাল থেকেই বিভিন্ন পেশার মানুষ নদীর দু’পাড়ে ভিড় করেন। নৌকাবাইচ উপলক্ষে চিত্রা নদীর পাড়ে, বাঁধাঘাটে এবং বিভিন্ন স্থানে মিষ্টিসহ বিভিন্ন পণ্যের পসরা বসেছিল। সুষ্ঠু-সুন্দরভাবে প্রতিযোগিতা শেষ করতে পেরে খুশি আয়োজকরা। এদিকে নড়াইলের সুলতান মঞ্চ চত্বরে চারদিনব্যাপী ‘সুলতান উৎসব’ শনিবার রাতে শেষ হয়েছে। উৎসবে চিত্রপ্রদর্শনী, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ আলোচনাসভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন এবং বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে সুলতান উৎসব অনুষ্ঠিত হয়েছে।
×