ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বগুড়ায় সন্ত্রাসী হামলায় যুবক নিহত

প্রকাশিত: ০৬:৫২, ৯ সেপ্টেম্বর ২০১৮

বগুড়ায় সন্ত্রাসী হামলায় যুবক নিহত

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শুক্রবার রাতে শহরের চকসুত্রাপুর এলাকায় বগুড়ার এক চিহ্নিত সন্ত্রাসী গ্রুপের হামলায় শাকিল (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় বিশাল (২২) নামের অপর এক যুবক ছুরিকাঘাতে আহত হয়। হামলাকারীরা শহরের অন্যতম সন্ত্রাসী গ্রুপ মতিন বাহিনীর সদস্য বলে একাধিক সূত্র জানায়। নিহত শাকিলের বিরুদ্ধেও সন্ত্রাসের একাধিক মামলা ছিল। তার বাড়ি শহরের কলোনি চক ফরিদ এলাকায়। পুলিশ জানায়, রাত সাড়ে ৯টার দিকে সাকিল তার কয়েক সহযোগীসহ ২টি মোটরসাইকেল নিয়ে কামারগাড়ি-নুরানী মোড় সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় ওই এলাকার রানার সিটি বলে পরিচিত এলাকায় একটি সন্ত্রাসী গ্রুপ তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা শহরের অন্যতম প্রভাবশালী সন্ত্রাসী গ্রুপ মতিন বাহিনীর সদস্য বলে সূত্র জানায়। বগুড়ার আলোচিত ‘তুফান কা-ের’ তুফান সরকারও মতিন বাহিনীর সদস্য। তুফান বর্তমানে কারাগারে রয়েছে। পুলিশ জানায়, শাকিল ও তার সহযোগীরা ওই এলাকায় মদ পান করতে গিয়েছিল। এ সময় সেখানে থাকা ১০-১২ জনের এক দল চিহ্নিত সন্ত্রাসী তাদের ওপর হামলা চালিয়ে উপর্যুপরী ছুরিকাঘাত করে। এতে দুইজন গুরুতর আহত হয়। পরে সাকিলের এক সহযোগী মোটরসাইকেলে আহত দুইজনকে নিয়ে বগুড়া সদর থানার গেটে এসে পড়ে যায়। এ সময় থানার গেটের সামনের সড়কের কিছু অংশ রক্তে একাকার হয়ে যায়। থানার সামনে রক্তাক্ত রাজপথ দেখে অনেক পথচারীর মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। পরে পুলিশসহ কয়েকজন আহতদের উদ্ধার করে দ্রুত বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে রাত ১০টার পর শাকিল মারা যায়। শাকিলের বিরুদ্ধে ৬টি মামলা ছিল। এর মধ্যে ২০১৬ সালে পুলিশের গুলিতে সে একটি পা হারায়। পুলিশ সুপার আলী আশরাফ জানিয়েছেন, শাকিলও একজন সন্ত্রাসী ছিল। হামলাকারী খুনীদের চিহ্নিত করার কাজ চলছে। বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানিয়েছেন, খুনীরা যদি প্রভাবশালী গ্রুপেরও হয়, তা হলেও তারা রেহাই পাবে না। অবশ্যই গ্রেফতার করা হবে। শাকিলের সহযোগী আহত বিশাল শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত শাকিলের লাশ ময়নাতদন্তে শেষে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। মির্জাপুরে সবজি ব্যবসায়ী নিজস্ব সংবাদদাতা মির্জাপুর থেকে জানান, শাহীন (৩৮) নামে এক সবজি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ছয় বছরের শিশুকে শ্লীলতাহানির গুজব ছড়িয়ে শাহিনকে পিটিয়ে হত্যা করা হয় বলে জানা গেছে। শুক্রবার রাতে উপজেলার বানাইল ইউনিয়নের মাঝালিয়া গ্রামে এই হত্যাকা-ের ঘটনা ঘটে। নিহত শাহীন ওই গ্রামের সৈয়দ আলী মোল্লার ছেলে।পুলিশ জানিয়েছে, শাহীন কয়েক বছর আগে বিদেশ থেকে এসে মাঝালিয়া বাজারে সবজির ব্যবসা শুরু করেন। ঘটনার আগের দিন বৃহস্পতিবার শাহীন ওই গ্রামের রানা খানের প্রথম শ্রেণীতে পড়ুয়া শিশু কন্যা শাহীনের বাড়ির ফ্রিজে রাখা দুধ আনতে যায়। এ সময় শাহীন তার শরীরে হাত দেয় বলে গুজব ছড়ায়। এ ঘটনায় সালিশের নামে শুক্রবার রাত আটটার দিকে ওই গ্রামের সুমন, ইজাজ ও অয়নসহ কয়েকজন যুবক শাহীনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বলে শাহীনের স্ত্রী রেহেনা বেগম জানান। পরে মাঝালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে বেদম মারপিট করে শাহীনকে অচেতন অবস্থায় ফেলে রেখে যায়। রাতেই শাহীনকে জামুর্কীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে স্থানান্তর করেন। কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে শাহীনের মৃত্যু হয়। পুলিশ জানায়, ঘটনার আগের দিন শাহীন ওই শিশু কন্যার গায়ে হাত দিয়েছে বলে এলাকায় গুজব ছড়ায়। শুক্রবার রাতে বিচারের নামে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে হাসপাতালে তার মুত্যু হয়। মির্জাপুর থানা পুলিশ শাহীনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান। রাজশাহীতে বৃদ্ধ স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, বাঘায় মসলেম উদ্দিন নামে (৭০) এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে উপজেলার বাউসা টাইরিপাড়া গ্রামের আম বাগান থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে এ মৃত্যুর কোন রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। জানা গেছে, উপজেলার বাউসা ইউনিয়নের টাইরিপাড়া গ্রামের মৃত শওকত আলী চকিদারের ছেলে মসলেম উদ্দিন শুক্রবার বিকেলে সন্তানদের ওপর অভিমান করে বাড়ি থেকে বের হন। শনিবার সকালে বাড়ির পাশে একটি আম বাগানে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। পরে থানা পুলিশে খবর দিলে তারা লাশ উদ্ধার করে রামেক হাসপাতালের মর্গে পাঠায়।
×