ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যৌতুকের মামলায় শিল্পী ন্যান্সির ভাই গ্রেফতার

প্রকাশিত: ০৬:৫২, ৯ সেপ্টেম্বর ২০১৮

যৌতুকের মামলায় শিল্পী ন্যান্সির ভাই গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৮ সেপ্টেম্বর ॥ যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির ছোট ভাই শাহরিয়ার আমান সানি। শুক্রবার সন্ধ্যায় জেলা শহরের সাতপাই পূর্বধলা সড়কে অবস্থিত ন্যান্সির বাসা থেকে তাকে গ্রেফতার করে নেত্রকোনা মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, ওই মামলায় ন্যান্সি এবং তার স্বামী নাদিমুজ্জামান জায়েদকেও আসামি করা হয়েছে। নেত্রকোনা মডেল থানা পুলিশ জানায়, শুক্রবার শাহরিয়ার আমান সানির স্ত্রী সামিউন্নাহার শানু বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় যৌতুক ও নির্যাতনের অভিযোগ এসে মামলা দায়ের করেন। উল্লেখ্য, ২০১৫ সালে সানির সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই সানি তাকে যৌতুকের জন্য নির্যাতন করে আসছে। আর এতে উস্কানি ও হুকুম দিচ্ছেন ন্যান্সি এবং তার স্বামী। গত ২৬ আগস্ট রাতে সানি শানুকে তার বাবার বাড়ি থেকে পাঁচ লাখ টাকা যৌতুক এনে দিতে চাপ দেয়। সাপের দংশনে সাপুড়ের মৃত্যু স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সদর উপজেলার কর্নকাঠীর তৈয়নপাড়ায় শনিবার সকালে সাপ ধরতে গিয়ে সর্প দংশনে নয়ন মোল্লা (৫৫) নামের এক সাপুড়ের মৃত্যু হয়েছে। নয়ন মোল্লা ওই এলাকার মৃত শাহাদাত মোল্লার পুত্র। সাপুড়ে নয়নের ভাই নুরুজ্জামান মোল্লা জানান, তাদের বাড়ির প্রতিবেশী তাসলিমার বাসায় সাপের অবস্থানের সংবাদ পেয়ে তার ভাই নয়ন মোল্লা সাপটিকে ধরে নিজের বাসায় ফেরার পথে বিষধর সাপ তাকে দংশন করে। স্থানীয়রা নয়ন মোল্লাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ট্রাফিক ক্যাম্পেন স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জে ট্রাফিক পুলিশের উদ্যোগে ট্রাফিক ক্যাম্পেন কর্মসূচী শুরু হয়েছে। শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় এ কর্মসূচী উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান। সড়ক-মহাসড়কে চলাচলরত গাড়ির কাগজপত্র ও চালকদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করার জন্য প্রতি শনিবার এ ট্রাফিক ক্যাম্পেন কার্যক্রম চলবে। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মনিরুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) আব্দুর রশিদ, সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুস সাত্তার মিয়া, জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই, প্রশাসন) মোল্যা তাসলিম হোসেন, টিআই মাহবুব শাহ, টিআই গোলাম মোস্তফা, টিআই জিয়াউল করিম, টিআই শরীফুল ইসলাম, টিআই রাফিকুল ইসলাম মৃধা, টিআই সাইফুল্লাহ নোমান, সার্জেন্ট কামরুল ইসলাম ও সার্জেন্ট আসাদ।
×