ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উপবৃত্তির তালিকায় নাম না রাখায় হামলা ॥ কলেজ অধ্যক্ষ আহত

প্রকাশিত: ০৬:৫১, ৯ সেপ্টেম্বর ২০১৮

উপবৃত্তির তালিকায় নাম না রাখায় হামলা ॥ কলেজ অধ্যক্ষ আহত

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ৮ সেপ্টেম্বর ॥ উপবৃত্তির তালিকায় নাম না রাখায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষকে মারপিট করে আহত করেছে বখাটেরা। এ ঘটনার পর শনিবার দুপুরে কলেজ চত্বরে শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করেছে। এদিন সকালে কলেজ অধ্যক্ষের কক্ষে এ ঘটনা ঘটে। আলমডাঙ্গা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ গোলাম ছরোয়ার জানান, কলেজে গরিব ও মেধাবী ছাত্রীদের উপবৃত্তির জন্য তালিকা প্রস্তুত করার কাজ চলছে। এ তালিকায় নিজেদের পছন্দের ১৭১ ছাত্রীর নাম দেয় স্থানীয় বখাটে যুবক রকি, হাচান, অটল, সজীব ও টিটনসহ কয়েক জন। তালিকায় তাদের পছন্দের নাম না রাখায় শনিবার সকালে অধ্যক্ষের কক্ষে এসে তারা কৈফিয়ত চায়। অধ্যক্ষ বলেন, তালিকা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অধ্যক্ষ এ কথা বলার সঙ্গে সঙ্গে তার কক্ষ ভাংচুর শুরু করে এবং তাকে মারপিট করে আহত করে। এ ঘটনার পর দুপুরে কলেজ চত্বরে শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করেছে। এ কর্মসূচী থেকে শিক্ষকরা বলেন, দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
×