ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রূপগঞ্জে যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন

প্রকাশিত: ০৬:৫১, ৯ সেপ্টেম্বর ২০১৮

রূপগঞ্জে যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৮ সেপ্টেম্বর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌতুকের চার লাখ টাকা না পেয়ে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন পারুল খান নামে এক গৃহবধূর ওপর নির্যাতন চালিয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে রূপগঞ্জ থানায় স্বামীসহ নির্যাতনকারীদের আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন। শনিবার সকালে উপজেলার বাগবেড় এলাকায় ঘটে এ ঘটনা। গৃহবধূ পারুল খান উপজেলার পশি বাজার বাঘবেড় এলাকার মহাসিনের মেয়ে। পারুল খান জানান, গত ১৩ বছর আগে রাজধানীর রামপুরা থানার মালিবাগ চৌধুরীপাড়া এলাকার মৃত কাজীম উদ্দিন খানের ছেলে এলেম খানের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তারা স্বামী-স্ত্রীসহ শ্বশুর বাড়ির লোকজন বাঘবেড় এলাকায় বসবাস করে আসছেন। তাদের সংসারে ইলমা খান ও বাহা খান নামে দুটি সন্তান রয়েছে। কিছু দিন ধরেই স্বামী এলেম খান চার লাখ টাকা দাবি করে আসছে পারুল খানের কাছে। বাপের বাড়ি থেকে কোন প্রকার যৌতুকের টাকা এনে দিতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন স্বামী ইয়েম খানকে। এতে প্রায় সময়ই গৃহবধূ পারুল খানের ওপর শারীরিক নির্যাতন চালায়। ছেলেমেয়ের দিক বিবেচনা করে সংসার চালিয়ে আসছিলেন তিনি। সকালে ফের যৌতুকের টাকা দাবি করে। দাবিকৃত টাকা না পেয়ে পারুল খানের ওপর ফের শারীরিক নির্যাতন চালানো হয়। এক পর্যায়ে তাকে বাড়ি থেকে বের করে দেয়।
×