ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্মৃতিস্তম্ভে নাম

৪৭ বছরেও শহীদ পরিবারে অন্তর্ভুক্তি করা হয়নি বাপ ছেলেকে

প্রকাশিত: ০৬:৫১, ৯ সেপ্টেম্বর ২০১৮

৪৭ বছরেও শহীদ পরিবারে অন্তর্ভুক্তি করা হয়নি বাপ ছেলেকে

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ফকিরহাটের বেতাগায় মুক্তিযুদ্ধের সময়ে একই পরিবারের বাবা ছেলেকে হানাদার বাহিনী হত্যা করলেও ৪৭ বছরেও এ পরিবারটির নাম শহীদ পরিবারের তালিকাভুক্তি করা হয়নি। অসহায় পরিবারটি শহীদ পরিবারে তালিকাভুক্তি হওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন। জানা গেছে, বেতাগার জয়পুর গ্রামের শশীভূষণ দাশ ও তার বড় পুত্র বাসুদেব দাশ, মুক্তিযোদ্ধাদের সহযোগিতা ও খাদ্য সরবরাহ করার জন্য বাগেরহাট সদরে পৌঁছালে পাক হানাদার বাহিনীর সহযোগিতার রাজাকার সিরাজ মাস্টার বাহিনী তাদের ধরে নিয়ে চুলকাঠি বাজারের পাশে কাঠের পুলের ওপর নির্মমভাবে হত্যা করে। হত্যাযজ্ঞের স্থানে বর্তমান সরকারের অনুদানে স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছে। শুধু তাই নয়, শহীদ স্মৃতিস্তম্ভে (বধ্যভূমি) নামের তালিকায় তারা ৭ ও ৮ নম্বরে রয়েছে। তারপরও ওই পরিবারটিকে সরকারীভাবে এখনও শহীদ পরিবারে তালিকাভুক্তি করাসহ কোন প্রকার সহযোগিতাও করা হয়নি। শহীদ পরিবারের বেঁচে থাকা একমাত্র পুত্র সন্তান শংকর কুমার দাশের সঙ্গে আলাপ করা হলে তিনি বলেন, মৃত্যুর আগে তার পরিবারটিকে শহীদ পরিবারে অন্তর্ভুক্তি করা হলে তার জীবনের সকল চাওয়া পাওয়া পূরণ হবে। বর্তমানে তিনি জীবিকার তাগিদে কৃষি কাজ ও পানের ব্যবসা করে জীবন সংগ্রামে বেঁচে রয়েছেন। ময়মনসিংহে অস্ত্রসহ ছয় ডাকাত আটক স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ সাহেবকাচারি বাজারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয় ডাকাতকে হাতেনাতে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে সদরের সাহেবকাচারি বাজারে সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। শনিবার সকালে ময়মনসিংহ পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় পুলিশ। সংবাদ সম্মেলনে বলা হয়, আটক হওয়া ডাকাতরা হচ্ছে ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর এলাকার হাবু, চরকালিবাড়ি গ্রামের প্রদীপ, র‌্যালির মোড় এলাকার বাবুল কর, কালিবাড়ি পুরাতন গোদারাঘাট এলাকার মিজানুর রহমান রুবেল, কৃষ্টপুর আদর্শ কলোনির সাত্তার মিয়ার পুত্র বকুল ও আলিয়া মাদ্রাসা এলাকার রবিন। এ সময় তাদের রামদা, চাপাতি ও চাকুসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। কাছ থেকে পুলিশ হেফাজতে ডাকাতদের জিজ্ঞাসাবাদ চলছে।
×