ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের ফাঁসি দাবি

প্রকাশিত: ০৬:৫০, ৯ সেপ্টেম্বর ২০১৮

২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের ফাঁসি দাবি

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৮ সেপ্টেম্বর ॥ ২১ আগস্ট গ্রেনেড হামলার অন্যতম পরিকল্পনাকারী তারেক রহমান, সালাম পিন্টু, বাবর ও হারিছ চৌধুরীসহ সব খুনির ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ উপলক্ষে শনিবার দুপুরে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ স্মৃতি পৌর উদ্যানে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের, সহ-সভাপতি আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্মৃতি, নাহার আহাম্মদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র জামিলুর রহমান মিরণ, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, সদর উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তানভীর হোসেন ছোট মনি প্রমুখ। রতœাই সীমান্তে ব্যবসায়ী আটক নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৮ সেপ্টেম্বর ॥ জেলার বালিয়াডাঙ্গী উপজেলার রতœাই সীমান্তের ভারতীয় এলাকা থেকে জারমান আলী (৪১) নামে বাংলাদেশী এক গরু ব্যবসায়ীকে আটক করে নিয়ে গেছে বিএসএফ। স্থানীয়রা জানান, বালিয়াডাঙ্গীর ফতেপুর করুয়া গ্রামের মৃত কামিজ উদ্দিনের ছেলে গরু ব্যবসায়ী জারমান আলী বিজিবি সদস্যদের অজ্ঞাতে শনিবার ভোরে কয়েক গরু ব্যবসায়ীকে নিয়ে সীমান্তের ৩৮২/৪ নম্বর পিলারের কাছ দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে। টের পেয়ে ভারতের ১৭১ সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে এলেও বিএসএফ সদস্যরা জারমান আলীকে ধরে ফেলে এবং তাকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।
×