ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আগামী নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে ॥ মোশাররফ

প্রকাশিত: ০৬:৫০, ৯ সেপ্টেম্বর ২০১৮

আগামী নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে ॥  মোশাররফ

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ৮ সেপ্টেম্বর ॥ সরকারের ইশারায় পাবলিক পরীক্ষায় পাসের হার বাড়ানো-কমানো হচ্ছে, যা নজিরবিহীন। অতীতে দেশে এ নজির ছিল না। শিক্ষা জাতির মেরুদ-। মেরুদ-হীন মানুষ যেমন বাঁচতে পারে না তেমনি শিক্ষা ছাড়া একটি দেশ ও জাতি উন্নতি লাভ করতে পারে না। তাই সরকার দেশ ও জাতিকে মেরুদ-হীন করার জন্য বিগত বছরগুলোতে সরকার পাসের হার বাড়িয়ে শিক্ষার গুণগত মান ধ্বংস করেছে। আর এর জন্য সরকারই দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, সরকারের সীমাহীন ব্যর্থতা এবং দুঃশাসনে দেশ আজ সর্বগ্রাসী ধ্বংসের দ্বারপ্রান্তে। দেশে গণতন্ত্র, আইনের শাসন অনুপস্থিত, অর্থনীতি স্থবির। বিদেশী বিনিয়োগ বন্ধ। শিক্ষিত বেকার বাড়ছে। সর্বত্র চরম অস্থিরতা বিরাজমান। আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। তিনি শনিবার সকালে দাউদকান্দিতে ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজ প্রাঙ্গণে নবীনবরণ ও ট্যালেট শো অনুষ্ঠান শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন। কলেজের অধ্যক্ষ মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন, কলেজ গবর্নিং বডির সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত ও কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নূরুল আমিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন ও নূর মোহাম্মদ সেলিম সরকার। আগামী নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে অভিযোগ করে ড. মোশাররফ বলেন, সরকার ক্ষমতায় থাকার জন্য নানা অজুহাতে বিএনপিকে আবারও নির্বাচনের বাইরে রাখতে চায়। এজন্য প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী-এমপিরা ব্যাপক তৎপর। সভা-সমাবেশে তারা নানা ষড়যন্ত্রমূলক কথাবার্তা বলছে। সংসদ ভেঙ্গে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু ও সকলের অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। গণতন্ত্র রক্ষা ও সুষ্ঠু নির্বাচনের দাবি আদায়ের আন্দোলনের জন্য সকলকে আরও ঐক্যবদ্ধ হবার আহবান জানান।
×