ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে সড়কের গাছ রাতের আঁধারে সাবাড়

প্রকাশিত: ০৬:৫০, ৯ সেপ্টেম্বর ২০১৮

নীলফামারীতে সড়কের গাছ রাতের আঁধারে সাবাড়

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জলঢাকার টেঙ্গনমারী থেকে কিশোরীগঞ্জ উপজেলার বাজার পর্যন্ত সড়ক বৃক্ষশূন্য হয়ে পড়ছে। ইতোমধ্যে দুই শ’ গাছ রাতের আঁধারে কেটে নিয়ে গেছে সংঘবদ্ধ একটি চক্র। ওই চক্রের গাছ কেটে নিয়ে যাওয়া কার্যক্রম অব্যাহত বলে এলাকাবাসী অভিযোগ করেছে। শনিবার সরেজমিনে ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ওই আঞ্চলিক সড়কের দশ কিলোমিটার পথের দুই ধারে বিভিন্ন প্রজাতির শত শত মূল্যবান পুরনো গাছ ছিল। গাছগুলো রাতের আঁধারে সংঘবদ্ধ একটি চক্র প্রথমে ডাল কেটে নেয়। এরপর গাছের গোড়ার ছাল তুলে শিকড় কেটে দিয়ে গাছগুলো মেরে ফেলে। গাছগুলো কিছুটা শুকনো হওয়ার পর রাতের আঁধারে সেগুলো সহজে কেটে নিয়ে যায়। এদিকে ওই রাস্তার দুইধারে বিদ্যুতের ১০ কিলোমিটার লাইন সম্প্রসারণ কাজ চলছে। ফলে বিদ্যমান গাছগুলোর ডালপালা ছেঁটে দিয়েছে উপজেলা বিদ্যুত উন্নয়ন বোর্ড। এতে গাছ পাচারকারীরা গাছগুলো অনায়াসে কেটে নিয়ে যাচ্ছে। এলাকাবাসীর মতে, এ পর্যন্ত দুই শতাধিক পুরনো বড় জাতের গাছ কেটে নিয়ে যায় চক্রটি। এ ব্যাপারে নীলফামারী জেলা পরিষদের সার্ভেয়ার আব্দুস সালাম বলেন, কিশোরীগঞ্জ-টেঙ্গনমারী সড়কের দুইধারে ৩০/৩৫ বছর আগে লাগানো বিভিন্ন প্রজাতির শত শত মূল্যবান গাছ রয়েছে। কাগজপত্র জটিলতার কারণে গাছগুলো নিলামে বিক্রি করা যাচ্ছে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই সড়কে রাতের আঁধারে গাছ কেটে পাচার হচ্ছে বলে শুনেছি। বিষয়টি নিয়ে গাছ চোরদের চিহ্নিত করে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
×