ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘শেখ হাসিনা নারীদের ক্ষমতায়িত করেছেন’

প্রকাশিত: ০৬:৩৪, ৯ সেপ্টেম্বর ২০১৮

‘শেখ হাসিনা নারীদের ক্ষমতায়িত করেছেন’

স্টাফ রিপোর্টার ॥ সমাজকল্যাণমন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, দেশের প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা ও রাজনীতিসহ সবক্ষেত্রেই শেখ হাসিনা সরকার নারীদের সত্যিকার অর্থেই ক্ষমতায়িত করেছে। শনিবার বিকেলে মতিঝিল থানা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত নারী সমাবেশে তিনি এ কথা বলেন। রাশেদ খান মেনন বলেন-আমাদের নারীরা এখন শিক্ষাক্ষেত্রে ছেলেদের থেকেও ভাল করছে। চাকরি করে মা-বাবার সংসার চালাচ্ছেন, খেলাধুলায় চ্যাম্পিয়ন হচ্ছেন, দেশকে গৌরব দান করছেন। জেলায় জেলায় মেয়েরা এখন ডিসি-এসপি হচ্ছেন। শেখ হাসিনা সরকার নারীদের মাতৃত্বকালীন ছুটি করেছে ছয় মাস। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী, স্পীকার, সংসদ উপনেতা সবাই নারী।
×