ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ বিনিয়োগের উৎকৃষ্ট জায়গা

প্রকাশিত: ০৬:৩০, ৯ সেপ্টেম্বর ২০১৮

বাংলাদেশ বিনিয়োগের উৎকৃষ্ট জায়গা

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ বিনিয়োগের জন্য উৎকৃষ্ট জায়গা। কারণ আমরা বিনিয়োগের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করেছি। আমরা ১শটি স্পেশাল ইকোনমিক জোন স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি। এসব ইকোনমিক জোনে বিদেশী বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে পারেন। ভারতের জন্য ১টি ইকোনমিক জোন বরাদ্দ দেয়া হবে। যেসব বিদেশী বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করবেন, আইনের দ্বারা তাদের বিনিয়োগের সুরক্ষা করা হবে। তারা যেকোন সময় তাদের বিনিয়োগের লাভ কিংবা পুরো ক্যাপিটাল নিয়ে যেতে পারবেন। আমরা বাংলাদেশের বিনিয়োগকারীদের ক্যাশ ইনসেনটিভ দেই। সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের টাটা নেক্সন’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা বলেন। নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ইন্ডিয়ান হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার ড. আদর্শ সোয়াইকা, নিটল-নিলয় গ্রুপের পরিচালক সুলতানা রাজিয়া আহমাদ, টাটা মোটরসের প্যাসেঞ্জার ভেহিকল বিজনেস ইউনিটের হেড অব ইন্টারন্যাশনাল বিজনেস সুজন রায়সহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×