ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অবশেষে ঘুরে দাঁড়াল রুপীর দাম

প্রকাশিত: ০৬:২৭, ৯ সেপ্টেম্বর ২০১৮

অবশেষে ঘুরে দাঁড়াল রুপীর দাম

অর্থনৈতিক রিপোর্টার ॥ অবশেষে একটু স্বস্তি। শুক্রবার ডলারের সাপেক্ষে কিছুটা ঘুরে দাঁড়াল রুপীর দাম। টানা সাত দিন ধরে নজিরবিহীনভাবে মোট ১৮৯ পয়সা পড়ার পরে। দিনের শেষে ডলার ২৬ পয়সা বেড়ে হল ৭১.৭৩ রুপী। মূলত টাকার উত্থানের জ্বালানিতেই এ দিন ফের বেড়েছে শেয়ার বাজার। সেনসেক্স ১৪৭.০১ পয়েন্ট বেড়ে থিতু হয়েছে ৩৮,৩৮৯.৮২ পয়েন্টে। এর আগে বৃহস্পতিবারও সূচক উঠেছিল। ফলে খানিকটা নিশ্চিন্ত হয়েছেন লগ্নিকারীরা। বিশেষত তার আগের ছ’টি লেনদেনেই যেখানে সেনসেক্সের মোট ৮৭৮ পয়েন্ট পতন দেখেছেন তারা। নিফ্ও শুক্রবার ৫২.২০ বেড়ে দাঁড়ায় ১১,৫৮৯.১০-তে। সম্প্রতি টাকার পতন নিয়ে অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছিলেন, এর দায় সম্পূর্ণভাবে বিশ্ব বাজারের। দেশীয় অর্থনীতির ভিত যেহেতু পোক্ত তাই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। একই সঙ্গে তার আশ্বাস ছিল, পরিস্থিতি সামলাতে রিজার্ভ ব্যাংক প্রয়োজনীয় পদক্ষেপ করছে। শুক্রবার বিদেশী মুদ্রার বাজার সূত্রে খবর, টাকার নাগাড়ে পতনে রুখতে এ দিন সত্যিই মাঠে নেমেছে শীর্ষ ব্যাংক। দিনভর ডলার বেচেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোও। ফলে জোগান বাড়ে মার্কিন মুদ্রার। মাথা নামায় দাম। বিশেষজ্ঞদের দাবি, টাকার দাম বাড়ার পাশাপাশি এ দিন শেয়ার বাজার ওঠার পেছনে হাত ছিল আরও কয়েকটি বিষয়ের। এগুলো হলো, লগ্নিকারীদের মধ্যে শেয়ার কেনার হিড়িক। কারণ, গত দুই দিন সূচক কিছুটা উঠলেও, তার আগে কিছু দিন ধরে তা টানা পড়েছে। বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম কমা এবং বৈদ্যুতিক গাড়িতে কেন্দ্র পারমিট ছাড়ের মতো কিছু সুবিধা দিতে চাওয়ায়, গাড়ে শিল্পের শেয়ারের চাহিদা বৃদ্ধি।
×