ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভিএফএস থ্রেড ডায়িংয়ের লেনদেন শুরু আজ

প্রকাশিত: ০৬:২৫, ৯ সেপ্টেম্বর ২০১৮

ভিএফএস থ্রেড ডায়িংয়ের লেনদেন শুরু আজ

অর্থনৈতিক রিপোর্টার ॥ সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সম্পন্ন করা ভিএফএস থ্রেড ডায়িংয়ের লেনদেন আজ থেকে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে শুরু হচ্ছে। এর লেনদেন কোড হবে ভিএফএসটিডিএল। এদিকে সর্বশেষ সমাপ্ত ২০১৭-২০১৮ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে কোম্পানিটি। আইপিও-পরবর্তী শেয়ারসংখ্যার ভিত্তিতে প্রথম ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ১১ পয়সা। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ,১৮) ভিএফএস থ্রেড ডায়িংয়ের নিট মুনাফা হয়েছে ৪ কোটি ৬০ লাখ ৭০ হাজার টাকা, আগের বছর একই সময়ে যা ছিল ৪ কোটি ৭০ লাখ ১০ হাজার টাকা। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির আইপিও-পূর্ববর্তী শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৩ পয়সা, আইপিও-পরবর্তী শেয়ারসংখ্যার ওপর ভিত্তি করে যা ৫৪ পয়সা। এদিকে প্রথম ৯ মাসে (জুলাই,১৭-মার্চ,১৮) কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ৯ কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকা, আগের বছর একই সময়ে যা ছিল ৯ কোটি ৬৩ লাখ ৭০ হাজার টাকা। প্রথম তিন প্রান্তিকে আইপিও-পূর্ববর্তী ইপিএস হয়েছে ১ টাকা ৫০ পয়সা। আইপিওর পরে তা দাঁড়িয়েছে ১ টাকা ১১ পয়সা। আইপিও-পরবর্তী শেয়ার সংখ্যার ওপর ভিত্তি করে গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৪৪ পয়সা। এর আগে গত এপ্রিলে ৬৩৮তম কমিশন সভায় ভিএফএস থ্রেড ডায়িং লিমিটেডকে স্থিরমূল্য পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ২২ কোটি টাকা মূলধন উত্তোলনের অনুমতি দেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ২৪ জুন থেকে ২ জুলাই পর্যন্ত প্রাথমিক শেয়ার বরাদ্দের আবেদন ও চাঁদা গ্রহণ করে বস্ত্র খাতের কোম্পানিটি। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি ২০ লাখ শেয়ার ইস্যু করে ২২ কোটি টাকা মূলধন উত্তোলন করবে। এ অর্থে তারা প্লান্ট ও মেশিনারিজ ক্রয়, আংশিক ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিও প্রক্রিয়ার ব্যয় নির্বাহ করবে। সম্পদ পুনর্মূল্যায়ন বাদ দিয়ে ২০১৭ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৯ টাকা ৯০ পয়সা। বার্ষিক শেয়ার প্রতি আয়ের ভারিত গড় ২ টাকা ২ পয়সা কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সিটিজেন সিকিউরিটিজ এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ক্যাপিটাল এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। ২০১২ সালে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে ভিএফএস থ্রেড ডায়িং লিমিটেড। তারা মূলত রফতানিমুখী তৈরি পোশাক খাতের জন্য সেলাইর সুতারং করে থাকে। কোম্পানিটির কারখানা গাজীপুরে আর নিবন্ধিত কার্যালয় রাজধানীর বারিধারা ডিওএইচএসে।
×