ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝুঁকিপূর্ণ জায়গায় সেলফি তোলার খেসারত

প্রকাশিত: ০৬:০৫, ৯ সেপ্টেম্বর ২০১৮

ঝুঁকিপূর্ণ জায়গায় সেলফি তোলার খেসারত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পাহাড় থেকে পড়ে ইসরাইলের এক কিশোর মারা গেছে। শুক্রবার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, টমার ফ্রাঙ্কফুর্টার (১৮) নামের ওই কিশোর গত বুধবার পাহাড়ের ওপর নাভাদা জলপ্রপাতের পাশে দাঁড়িয়ে সেলফি তোলার সময় এ দুর্ঘটনা ঘটে। জেরুজালেমে বসবাসরত টমারের মায়ের বরাত দিয়ে ইসরাইলের গণমাধ্যম জানায়, টমার দুই মাসের ভ্রমণে যুক্তরাষ্ট্রে গিয়েছিল। ভ্রমণ শেষে তার সেনাবাহিনীতে যোগ দেয়ার কথা ছিল। ক্যালিফোর্নিয়ার জাতীয় উদ্যান ‘ইয়োসেমাইট’-এর কর্তৃপক্ষের তথ্য অনুসারে, টমার সেলফি তুলতে গিয়ে পা পিছলে ৮২০ ফুট (২৫০ মিটার) ওপর থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহত কিশোরের মরদেহ সৎকারের জন্য দেশে ফিরিয়ে নেয়া হচ্ছে।-বিবিসি অবলম্বনে।
×