ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গাজীপুরে নিরাপদ আবাসন থেকে ১৭ নিবাসীর পলায়ন ॥ উদ্ধার ১৪

প্রকাশিত: ০৬:০৩, ৯ সেপ্টেম্বর ২০১৮

গাজীপুরে নিরাপদ আবাসন থেকে ১৭ নিবাসীর পলায়ন ॥ উদ্ধার ১৪

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে মহিলা, শিশু ও কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন কেন্দ্র থেকে নারী ও শিশুসহ ১৭ নিবাসী পালিয়ে গেছে। এদের মধ্যে ১৪ জনকে গাজীপুর ও টাঙ্গাইলসহ বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়েছে। তবে শনিবার বিকেল পর্যন্ত অপর তিনজনের সন্ধান পাওয়া যায়নি। মহিলা ও শিশু বিষয়ক অধিদফতরের অতিরিক্ত পরিচালক শাহ নওয়াজ দিলরুবা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের মোগড়খাল এলাকাস্থিত মহিলা, শিশু ও কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন কেন্দ্রের ক’নিবাসী শুক্রবার রাতে দ্বিতীয় তলার জানালার গ্রিল ভেঙ্গে ফেলে। তারা খাটের বিছানা দিয়ে ছাদের সঙ্গে বাউন্ডারি ওয়াল পর্যন্ত সিঁড়ি (মাচা) তৈরি করে। পরে একে একে ১৭ জন নিবাসী পালিয়ে যেতে থাকে। রাত পৌনে বারোটার দিকে কেন্দ্রের লোকজন টের পেয়ে ছাদ থেকে দুই জনকে আটক করে এবং বাকিরা পালিয়ে যায়। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ কেন্দ্রের আশপাশ এলাকা থেকে আরও চারজনকে উদ্ধার করে। পরদিন শনিবার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর রেলওয়ে স্টেশন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় পুলিশ আরও আটজনকে উদ্ধার করে। আবাসন কেন্দ্র থেকে নিবাসী পালিয়ে যাওয়ার খবর পেয়ে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনা তদন্তে সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেল পর্যন্ত আরও তিন নিবাসীর সন্ধান পাওয়া যায়নি। টাঙ্গাইলের মির্জাপুর থানার ওসি একেএম মিজানুল হক জানান, আটককৃতরা হলো, সুরমা (২৮), বাকপ্রতিবন্ধী লাইজু (২৫), লাইজুর মেয়ে লামিয়া (৮), শাবানা (২২), বাক প্রতিবন্ধী জেসমিন (২৮), তানিয়া (১২), রিনা ওরফে রিমা (২১) ও বৃষ্টি (২৩)। এদের বিস্তারিত ঠিকানা জানা যায়নি। সন্ধ্যায় কেন্দ্রের কর্মকর্তাগণ মির্জাপুর থানা থেকে ওই আটজনকে নিয়ে গাজীপুরের উদ্দেশে রওনা হয়েছেন। শনিবার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর রেলওয়ে স্টেশন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় পুলিশ তাদের আটক করে। গাজীপুরে মহিলা, শিশু ও কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন কেন্দ্রের সহকারী হোস্টেল সুপার পারভীন আক্তার জানান, এই কেন্দ্রে ৩৪জন নিবাসী রয়েছে। এদের মধ্যে সবাই নারী ৩২জন নারী ও কিশোরী এবং দুই জন শিশু। নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর থেকে জানান, গাজীপুরের ভোগরা সেফ হোম থেকে পালিয়ে আসা আট শিশু ও কিশোরীকে আটক করেছে মির্জাপুর থানা পুলিশ। শনিবার সকালে মির্জাপুর রেলস্টেশনের কাছ থেকে তাদের উদ্ধার করে পুলিশ।
×