ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকারের একার পক্ষে দেশের সব উন্নয়ন সম্ভব না ॥ প্রধান বিচারপতি

প্রকাশিত: ০৫:৫৮, ৯ সেপ্টেম্বর ২০১৮

সরকারের একার পক্ষে দেশের সব উন্নয়ন সম্ভব না ॥ প্রধান বিচারপতি

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৮ সেপ্টেম্বর ॥ বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, সরকার দেশের অনেক উন্নতি সাধন করেছে। সরকারের একার পক্ষে সব উন্নয়ন করা সম্ভব না। কারণ সরকারের রিসোর্সেরও একটা লিমিটেশন আছে। আমাদের দেশে যারা রিচ (ধনী) পিপল তাদের কিন্তু সমাজসেবা করার প্রবণতা কম। সবসময় ছেলেমেয়েদের প্রপার্টি দিয়ে যাওয়ার ইচ্ছা। সমাজের যারা ধনাঢ্য ব্যক্তি সমাজসেবায় তারা এগিয়ে আসলে দেশের আরও উন্নতি হবে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে জেলার লালমাই উপজেলার শানিচোঁ এলাকায় আবদুল বাসেত মজুমদার ট্রাস্ট হাসপাতালের উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এসব কথা বলেন।
×