ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব কারাগারে

প্রকাশিত: ০৫:৫৭, ৯ সেপ্টেম্বর ২০১৮

যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব কারাগারে

স্টাফ রিপোর্টার ॥ চাঁদাবাজির মামলায় যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক গোলাম নবী এই আদেশ দেন। আদালতে নিবন্ধন কর্মকর্তা জানান, এদিন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানা এসআই বজলু রহমান আসামি মোজাম্মেল হককে একদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে আরও ৫ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামির জামিনের আবেদন করেন তার আইনজীবী। আদালত শুনানি শেষে উভয় আবেদন নামঞ্জুর করেন। আসামি পক্ষের আইনজীবী জায়েদুর রহমান জানান, পরে মোজাম্মেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক গোলাম নবী। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বৃহস্পতিবার মামলাটির তদন্ত কর্মকর্তা আসামি মোজাম্মেল হককে সাত দিনের রিমান্ডের আবেদন করলে বিচারক একদিনের রিমান্ডের আদেশ দেন। মামলায় অভিযোগে বলা হয়েছে, যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক মিরপুর রোড শ্রমিক কমিটির কাছ থেকে প্রতিমাসে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। এই টাকা না দিলে বাদী ও সংগঠনের বিরুদ্ধে পত্র-পত্রিকাসহ ইলেকট্রনিক্স-প্রিন্ট মিডিয়ায় প্রতিবেদন প্রকাশ করাসহ বিভিন্ন ধরনের হুমকি দেখান। অভিযোগে আরও বলা হয়, গত ৩ সেপ্টেম্বর বিকেল ৫টার মিরপুর সনি সিনেমা হলের সামনে মোজাম্মেল হক দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে আমি ভয়ে তাকে ১০ হাজার টাকা চাঁদা দেই। বাকি টাকা পরে দেব বলে জানান তিনি। ওই ঘটনায় গত ৪ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় দুলাল মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এরপর বুধবার (৫ সেপ্টেম্বর) রাত ৩ টায় তাকে গ্রেফতার করে পুলিশ।
×